ভাইরাল হতে ফ্লাইটে যুবকের করোনাভাইরাস নাটক, বিমানের জরুরি অবতরণ
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভিডিও ভাইরাল করতে মানুষ কত কিছুই না করে। তাই বলে প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে নাটক! তা-ও আবার বিমানে! শুনতে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও টরেন্টো-জামাইকা ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে।
ওই যুবকের নাম জেমস পটক (২৮) বলে জানা গেছে। মশকরা ও স্বীকৃতি লঙ্ঘনের অভিযোগে তিনি এখন কানাডার পুলিশি হেফাজতে রয়েছেন।
ডিসেম্বরের ৩১ তারিখে চীনের হুবেই প্রদেশের উহান শহরে সর্বপ্রথম করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারপর থেকেই চীনের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনসহ ২৮টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে।
দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। ৩০ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে একদিনেই নতুন করে আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, বিমান চলাকালে পটক তার আসন থেকে উঠে দাঁড়ান এবং ঘোষণা করেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এ-ও জানান, সম্প্রতি উহান শহর থেকে ফিরেছেন এবং অসুস্থবোধ করছেন।
তার এ ঘোষণায় অন্যান্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বিমানের ক্রু ফ্লাইটটি টরেন্টোতে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন। বিমানবন্দরে অবতরণ করার পর স্বাস্থ্য কর্মকর্তাদের তার শরীর পরীক্ষা করা হয় এবং করোনাভাইরাসের কোনো লক্ষণ তার মধ্যে পাওয়া যায়নি। পরে তিনি স্বীকার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে তিনি এমনটি করেছেন।
গ্লোবাল টাইমসকে তিনি বলেছেন, ‘আমার সঙ্গে ক্যামেরা ছিল। আসলে আমি এমন কিছু করতে যাচ্ছিলাম যা ভাইরাল হবে। অবশেষে ভাইরাল হওয়ার জন্য করোনাভাইরাস নাটককে বেছে নিই।’
এ ঘটনায় জেমস পটকের বিরুদ্ধে মশকরা ও স্বীকৃতি লঙ্ঘনের অভিযোগ এনেছে কানাডা পুলিশ। পুলিশ তাকে এ কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিও বানাতে বাধ্য করে।
ইউটিউবে পোস্ট করা ৫ মিনিটের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তিনি শুধু বলেছিলেন যে তিনি অসুস্থবোধ করছেন এবং করোনাভাইরাস শব্দটি উচ্চারণ করেননি। তবে ভাইরাল হওয়ার জন্য যে তিনি ভিডিওটি বানিয়েছিলেন তা স্বীকার করেন।
প্রাণঘাতী রোগ নিয়ে মশকরা করায় এই যুবকের বিরুদ্ধে চেটেছেন নেটিজেনরা। ভিডিওর কমেন্টে একজন লিখেছেন, ‘তুমি তো জান যে, কত মানুষ এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আমি বাজি ধরে বলতে পারি, তুমি অধিক ভিউ পাওয়ার জন্য এটি করেছ। আর তুমি যথেষ্ট সাবালক।’
তবে মশকরা করে ফেঁসে গেছেন এই যুবক। মশকরা করে যাত্রীদের হয়রানির অভিযোগে আগামী ৯ মার্চ তাকে কানাডার একটি আদালতে হাজিরা করানো হবে।
সূত্র : ইন্ডিয়া টুডে
এসআর/পিআর