করোনাভাইরাস আতঙ্কে আটকে গেল যুবকের বিয়ে
সপ্তাহ দুয়েক আগে বিয়ে করতে চীন থেকে দেশে ফিরেছিলেন কেরালার যুবক। সেই অনুযায়ী বিয়ের সব আয়োজনও করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে আটকে গেছে তার বিয়ে। করোনাভাইরাস আতঙ্কে চীন ফেরত যুবকের বিয়ে বাতিল করে দিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে বাড়িতে নজরবন্দি রয়েছেন চীন ফেরত সেই যুবক।
ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চীনের উহান শহর থেকে দেড় হাজার কিলোমিটার দূরে ওয়াইয়ু শহরে কাজ করতেন ওই যুবক। গত ১৯ জানুয়ারি দেশে ফেরেন তিনি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কাডানগোড়েতে তার বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপনে সব আয়োজন সেরেছিলেন বাড়ির লোকজন। তবে বিয়ের একদিন আগে জানাজানি হয়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন তা বন্ধ করে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, ‘৪ ফেব্রুয়ারি বিয়ে তারিখ ছিল, ৩ ফেব্রুয়ারি জানতে পেরে হেল্থ ইন্সপেক্টরকে জানালে তড়িঘড়ি জেলা মেডিকেল অফিসারকে খবর দেন। তিনি ডেপুটি ডিরেক্টরকে চিঠি লেখেন।’
এরপরই প্রশাসনের তরফ থেকে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। বর্তমানে বিয়ে বাতিল করে বাড়িতেই ওই যুবককে নজরদারিতে রাখা হয়েছে।
এদিকে তিনজন আক্রান্ত হওয়ার পর গত সোমবার ‘রাজ্যের বিপর্যয়’ ঘোষণা করে কেরালা। ঘোষণা করা হয়, কেউ চীন থেকে ফিরলেই তাকে ২৮ দিনের জন্য অবজারবেশনে থাকতে হবে।
আরএস/জেআইএম