কল খুললেই বের হচ্ছে মদ!
এ যেন সুকুমার রায়ের আবোল তাবোল খুড়োর কল! কোনো খাবার খেতে মন চাইলে সাথে সাথে মিলত সুকুমার রায়ের সেই কল্পিত কলে। বাস্তবে এবার মন না চাইলেও পানির কল (ট্যাপ) খোলার সাথেই বেরিয়ে আসছে মদ! অনেকের কাছে খবরটা বেশ উচ্ছ্বাসের বটে। তবে এ নিয়ে বিপাকে পড়েছে ১৮টি পরিবার। ভারতের কেরালা রাজ্যের ত্রিসুর জেলায় ঘটেছে এমন আজব ঘটনা। যা নিয়ে স্থানীয়দের কৌতুহলের শেষ নেই। তারা ভিড় করছেন সেই বাড়িগুলোতে।
ভারতের একটি সংবাদমাধ্যম জানায়, দেশটির কেরালা রাজ্যের ছালাকুদি এলাকার কেএসআরটিসি বাস স্ট্যান্ডের কাছের কয়েকটি ফ্ল্যাটের বাসিন্দার সাথে ঘটেছে এমন ঘটনা। কল খুললেই বেরিয়ে আসছে মদের গন্ধযুক্ত পানি। যা দেখে রীতিমত হতবাক সেখানকার বাসিন্দারা।
জানা গেছে, এক্সাইজ বিভাগের কর্মকর্তারা ছয় বছর আগে ৬ হাজার লিটার অবৈধ মদ জব্দ করেছিলেন। বেশকিছু দিন আগে তারা এ মদ নষ্ট করতে একটি গর্ত খুড়ে দুই হাজার লিটার মদ মাটি চাপা দেন। তবে বিপত্তি ঘটে ওই গর্তের নিচেই ছিল পানি উন্নয়ন বোর্ডের একটি কূপ। নষ্ট করা এ মদ গিয়ে মিশে কূপের পানিতে। আর সেই মদ মিশ্রিত পানি সংশ্লিষ্ট এলাকায় সরবারহ করলে বিপাকে পড়ে ওই ১৮টি পরিবার। তবে কর্তৃপক্ষ বলছে এ সমস্যার দ্রুত সমাধান হবে।
এমএফ/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা