ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অবশেষে কার্যকর হলো ব্রেক্সিট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৩২ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২০

গণভোটে রায়ের সাড়ে তিন বছর পর অবশেষে এক কোটি ৭৪ লাখ ব্রিটিশের ইচ্ছা পূরণ হলো, কার্যকর হলো ব্রেক্সিট। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকর হয়েছে।

এদিকে ব্রিটিশদের প্রত্যাশা পূরণ হলেও এ নাটকের অবসান এখনই শেষ হচ্ছে না। আজ থেকে ব্রেক্সিট কার্যকর হলেও রূপান্তরকাল ধরা হয়েছে চলতি বছরের শেষ পর্যন্ত। যুক্তরাজ্যের সঙ্গে ইইউ-এর সম্পর্ক কেমন হবে, তা এ সময়ের মধ্যে ঠিক করা হবে। আগামী ১১ মাস পরিবর্তনকালীন সময় বা ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে বিবেচিত হবে।

বেক্সিট কার্যকরে যেসব পরিবর্তন আসবে

ইউরোপীয় পার্লামেন্টের সদস্যপদ হারাবেন যুক্তরাজ্যের এমপিরা
নাইজেল ফারাজ এবং অ্যান উইড্ডেকমবের মতো পরিচিত মুখগুলোসহ যুক্তরাজ্য থেকে ৭৩ জন সদস্য ছিলেন ইউরোপীয় পার্লামেন্টে। ব্রেক্সিট কার্যকর হওয়ার ফলে তারা তাদের সদস্যপদ হারালেন। কারণ, যুক্তরাজ্য একই সাথে ইইউ’র রাজনৈতিক প্রতিষ্ঠান ও এজেন্সিগুলোও ছেড়ে যাচ্ছে।

ইইউ সামিটে আর নয়
ভবিষ্যতে যদি ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল সামিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন অংশ নিতে চান তাহলে তার জন্য দরকার হবে বিশেষ আমন্ত্রণ।ব্রিটিশ মন্ত্রীরাও এখন থেকে আর ইউরোপীয় ইউনিয়নের নিয়মিত বৈঠকগুলোতে অংশ নিতে পারবেন না।

বাণিজ্য বিষয়ে অনেক কিছু শোনা যাবে
যুক্তরাজ্য তাদের পণ্য ও সেবা বিক্রি বা এসব কেনার জন্য নতুন নিয়ম ঠিক করতে বিশ্বের যেকোনো দেশের সাথে আলোচনা শুরু করতে পারবে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকার সময়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সাথে আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা করতে পারতো না।

যুক্তরাজ্যের পাসপোর্টের রঙ পরিবর্তন হবে
৩০ বছর পর নীল রঙের পাসপোর্ট আবার ফিরে আসবে। ২০১৭ সালে এ পরিবর্তনের কথা ঘোষণা দিয়ে তখন অভিবাসনমন্ত্রী ব্রান্ডন লুইস দেশটির ঐতিহ্যবাহী নীল ও সোনালী ডিজাইনের পাসপোর্ট আবার ফিরিয়ে আনার কথা বলেছিলেন। এ পাসপোর্ট প্রথম ব্যবহার শুরু হয়েছিল ১৯২১ সালে। তবে বর্তমান যে পাসপোর্ট রয়েছে সেটিও বৈধ থাকবে।

ব্রেক্সিট কয়েন
প্রায় ৩০ লাখ বিশেষ কয়েন আসবে যেখানে ৩১ জানুয়ারি এবং লেখা থাকবে ‘পিস, প্রসপারিটি অ্যান্ড ফ্রেন্ডশিপ উইথ অল নেশনস’। তবে এ কয়েনকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক পক্ষ ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে তারা এ কয়েন বর্জন করবে। সরকার একই ধরনের আরেকটি কয়েন আনার পরিকল্পনা করছে যেখানে উল্লেখ থাকবে ৩১ অক্টোবর, যে তারিখে প্রকৃতপক্ষে ব্রেক্সিট কার্যকরের কথা ছিল।

বন্ধ হবে যুক্তরাজ্যের ব্রেক্সিট ডিপার্টমেন্ট
ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের যে বিভাগ আলোচনা চালিয়েছিল সেই বিভাগটি বন্ধ হয়ে যাবে। ২০১৬ সালে সাবেক প্রধানমন্ত্রী টেরেজা মে’র সময়ে ওই বিভাগটি চালু করা হয়েছিল। সামনের দিনগুলোতে যুক্তরাজ্যের নেগোসিয়েশন টিম হবে ডাউনিং স্ট্রিট অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিস ভিত্তিক।

জার্মানি কাউকে যুক্তরাজ্যে প্রত্যর্পণ করবে না
সন্দেহভাজন অপরাধী যদি কেউ যুক্তরাজ্য থেকে পালিয়ে গিয়ে জার্মানিতে আশ্রয় নেয় তাহলে তাকে ফেরত পাবে না যুক্তরাজ্য। কারণ, , জার্মান সংবিধান অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিককে প্রত্যর্পণের সুযোগ নেই।

যেসব বিষয়ে কোনো পরিবর্তন আসবে না

ভ্রমণ : অন্তর্বর্তী সময়ে যুক্তরাজ্যের নাগরিকরা ভ্রমণের সময় ইউরোপীয় ইউনিয়নের লাইনেই দাঁড়াতে পারবেন।

ড্রাইভিং লাইসেন্স ও পেট পাসপোর্ট : এগুলোর বৈধতা অব্যাহত থাকবে।

ইউরোপিয়ান স্বাস্থ্য বীমা স্কার্ড : এ কার্ড দিয়েই যুক্তরাজ্যের নাগরিকরা রাষ্ট্রের স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন অসুস্থতা কিংবা দুর্ঘটনায় চিকিৎসার ক্ষেত্রে।

ইউরোপীয় ইউনিয়নে বসবাস ও কাজ : অন্তর্বর্তী সময়ে চলাচলের স্বাধীনতা অব্যাহত থাকবে। তাই যুক্তরাজ্যের নাগরিকরা ইইউভুক্ত দেশে বসবাস ও কাজ চালিয়ে যেতে পারবেন। যুক্তরাজ্যে ইইউভুক্ত অন্য দেশের নাগরিকরাও একই সুবিধা পাবেন।

পেনশন : ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশে বসবাসরত যুক্তরাজ্যের নাগরিকরা রাষ্ট্রের পেনশন সুবিধা পাবেন।

বাজেটে অবদান : ইউরোপীয় ইউনিয়নের বাজেটে অন্তর্বর্তী সময়েও অবদান রেখে যাবে যুক্তরাজ্য।

বাণিজ্য : নতুন কোনো চার্জ আরোপ ছাড়াই যুক্তরাজ্যের সাথে ইইউ’র বাণিজ্য অব্যাহত থাকবে।

আরএস