ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নাগরিকদের বিনামূল্যে মাস্ক দিচ্ছে সিঙ্গাপুর

ওমর ফারুকী শিপন | প্রকাশিত: ০১:২০ পিএম, ৩০ জানুয়ারি ২০২০

সিঙ্গাপুরে এরই মধ্যে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত রোগীরা সর্বশেষ চীন ভ্রমণ করে এসেছেন। দেশটিতে যেন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ৩০ জানুয়ারি থেকে নাগরিকদের বিনামূল্যে মাস্ক দেয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরের সরকার।

প্রায় ৫.২ মিলিয়ন মাস্ক ১ ফেব্রুয়ারি থেকে ৮৯টি কমিউনিটি সেন্টার (সিসি) এবং ৬৫৪টি আবাসিক কমিনিটির (আরসি) কেন্দ্রগুলিতে ধারাবাহিকভাবে বিতরণ করা হবে। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে ফ্রি মাস্ক বিতরণ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

মুখোশগুলি বিনামূল্যে এবং প্রতিটি পরিবারের জন্য একবারে সংগ্রহ করা যেতে পারে। যারা সংগ্রহ করবে তাদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে বলা হয়ছে।

এইচডিবি ফ্ল্যাটে যারা বাস করেন তারা তাদের কমিউনিটি সেন্টার এবং আবাসিক কমিউনিটি থেকে ফেব্রুয়ারি ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ করতে পারবে। এরপরে প্রাইভেট হাউজিং এস্টেটগুলিতে যারা থাকেন তারা কমিউনিটি সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।

ইতোমধ্যে মুখোশ প্যাক করা শুরু হয়েছে। সিঙ্গাপুর আর্মড ফোর্সেস (এসএএফ) মুখোশ বিতরণে পিপলস অ্যাসোসিয়েশনের সাথে কাজ করবে।

সিঙ্গাপুর সরকার ২০১৩ সালে ধোঁয়াশা সঙ্কটের সময় এসএএফ একই রকম কাজ করেছিল। এর আগে তৃণমূল চ্যানেলগুলির মাধ্যমে এক মিলিয়নেরও বেশি মুখোশ দেওয়া হয়েছিল।

দেশটির প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে যারা খুচরা কিংবা পাইকারী মাস্কের মূল্যবৃদ্ধি করে অধিক মুনাফা করেছে তাদের জবাবদিহি করতে হবে। যাদের বিরুদ্ধে মূল্যবৃদ্ধির অভিযোগ প্রমাণিত হবে তাদের মূল্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়তে বাড়তে তা পৌঁছেছে ১৭০ এ। দেশজুড়ে ভাইরাসে ৭ হাজার ৮৯৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত চীনে অবস্থানরত কোনো বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

এমআরএম/জেআইএম