ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনাদের ভিসা দেয়া সাময়িক স্থগিত করছে ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২০

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিতে চলেছে ফিলিপাইন। চীনা নাগরিকদের সাময়িকভাবে অন-অ্যারাইভাল টুরিস্ট ভিসা বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার। করোনাভাইরাস যেন কারও মাধ্যমে দ্বীপরাষ্ট্রটিতে চলে না আসে, সেজন্য এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

ফিলিপাইনের ইমিগ্রেশন ব্যুরোর প্রধান জাইম মোরেন্তে মঙ্গলবার (২৮ জানুয়ারি) এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘আমরা চীনা নাগরিকদের জন্য ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছি। দু’দেশে গমনাগমন কমাতে এবং করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।’

ডিসেম্বর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে চীনে। সরকারি হিসাবে, আক্রান্ত হয়েছে আরও চার হাজার ১৯৩ জন।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা। মূলত চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।

পরে অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জার্মানি, থাইল্যান্ড, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রেও এ ভাইরাস ছড়িয়ে পড়ে। বিদেশে ছড়ানোর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, চীনে সফর করেছেন এমন লোকজনের মাধ্যমেই ভাইরাসটি সংক্রমিত হয়েছে। সে কারণে অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন গমনাগমনে নাগরিকদের ওপর কড়াকড়ি আরোপ করেছে। ফিলিপাইন সরকার চীনাদের ভিসা দেয়াই সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে নিল।

এইচএ/পিআর