ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দাঙ্গার উদ্দেশ্যেই আখলাককে পিটিয়ে হত্যা!

প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পরিকল্পিতভাবে গরুর মাংসের গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিলো ভারতের দাদরি গ্রামের মোহাম্মদ আখলাককে। উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর উদ্দেশ্যই ওই হামলা চালানো হয়েছিলো বলে দেশটির এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আখলাকের ওপর হামলাকারীরা গ্রামের একটি মসজিদ ভেঙে ফেলারও পরিকল্পনা করেছিলো। এর আগে সোমবার সকাল পৌনে ১১টার দিকে গরুর মাংসের গুজব ছড়িয়ে আখলাককে পিটিয়ে হত্যার খবর পায় পুলিশ। এর ঠিক ১০ মিনিটের মধ্যেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। গ্রামবাসীরাও এ ঘটনার প্রতিবাদে এগিয়ে আসে। হামলাকারীরা পুলিশ সদস্যদের ওপর আক্রমণের পরিকল্পনা করেছিলো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উত্তর প্রদেশের দাদরি গ্রামে গরুর মাংস খাওয়ার গুজব ছড়িয়ে মোহাম্মদ আখলাকের বাড়িতে সোমবার ভাঙচুর চালায় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। আখলাক ও তার ২২ বছরের ছেলেকে রাস্তায় ফেলে ইট দিয়ে আঘাত করতে থাকে। এর এক পর্যায়ে মারা যান আখলাক। এ ঘটনায় আখলাকের বৃদ্ধা মাকেও পিটিয়ে আহত করে তারা। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।

এসআইএস/পিআর