ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পশ্চিমতীরে সংঘর্ষে নিহত ১, আহত দুই শতাধিক

প্রকাশিত: ০৬:৫২ এএম, ০৫ অক্টোবর ২০১৫

ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলী পুলিশের সঙ্গে সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে। রোববারের এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে আরো দুই শতাধিক ফিলিস্তিনী। খবর আলজাজিরার।

জেরুজালেমের পুরনো শহরে ফিলিস্তিনী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পর এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইসরায়েলের এ ধরনের নিষেধাজ্ঞা আরোপকে বর্ণবাদী ও অবৈধ দাবি করেছে হামাস।

রোববারের ওই সংঘর্ষে ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলী পুলিশ জ্বলন্ত গোলাবারুদ ও রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনী রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটি দাবি করেছে, ইসরায়েলী পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চার শ` জন আহত হয়েছে। এদের মধ্যে ১৫০ জন বুলেটবিদ্ধ। এছাড়া দুই শতাধিক লোক কাঁদানে গ্যাসের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

ইসরায়েলী পুলিশের বোমার আঘাতে হুথাইফা সুলাইমান (১৮) নামে এক কিশোর মারাত্মক আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এর আগে, শুক্রবার ও রোববার পৃথক ছুরিকাঘাতে দুই ইসরায়েলী নিহত হয়। এছাড়া আহত হয় আরো ছয়জন। ফিলিস্তিনী নাগরিকদের ছুরিকাঘাতে এ হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর জেরুজালেমের পুরনো শহরে ফিলিস্তিনীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল।

এসআইএস/এমএস