ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হাসপাতালে মার্কিন হামলার তদন্ত দাবি করেছে এমএসএফ

প্রকাশিত: ০৪:১৪ এএম, ০৫ অক্টোবর ২০১৫

আফগানিস্তানের কুন্দুজে আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেদিসঁ সাঁ ফ্রঁতিয়ে (এমএসএফ)`র হাসপাতালে মার্কিন বোমা হামলার ঘটনায় স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি। এই হামলার ঘটনাটিকে ‘স্পষ্টতই যুদ্ধাপরাধ’ হিসেবেও মনে করছে এমএসএফ।

মেদিসঁ সাঁ ফ্রঁতিয়ে’র উপরে হামলার ঘটনায়, একটি স্বচ্ছ ও পরিপূর্ণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে, সেখানে পরিস্থিতি ছিল বিভ্রান্তিকর ও জটিল। কিন্তু মার্কিন তদন্তের উপরে আস্থা রাখতে পারছে না দুর্ঘটনার স্বীকার হওয়া আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি। তাই একটি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবি করছে তারা।

একইসঙ্গে অনিচ্ছাকৃতভাবে এই হাসপাতালে হামলার ঘটনাটি ঘটেছে বলে মার্কিন সেনাবাহিনী যে দাবি করেছে সেটিকেও নাকচ করে দিয়েছে এমএসএফ। এমএসএফ বলছে, মার্কিন সেনারা খুব হিসেব-নিকেশ করে নির্ভুলভাবেই বারবার ওই হাসপাতাল ভবনে হামলা চালায়।

হামলর ঘটনায় এমএসএফ-এর ১২ জন কর্মকর্তা এবং দশ জন রোগীর মৃত্যু হয়। ঘটনার পর কুন্দুজ থেকে এমএসএফ-এর কাজ গুটিয়ে নেয়া নিয়েছে। - বিবিসি

আরএস/এমএস