ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যেমন হলো মার্কিন মহাকাশ বাহিনীর পোশাক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২০

মহাকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের নবগঠিত স্পেস ফোর্সের (মহাকাশ বাহিনী) নতুন পোশাক উন্মোচন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) এ বাহিনীর অফিসিয়াল টুইটার পেজে নতুন পোশাকের ছবি পোস্ট করা হয়।

গত ২০ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশ প্রতিরক্ষায় স্পেস ফোর্স গঠন করেন। বিমান বাহিনী এবং বেসামরিক কর্মীদের নিয়ে গঠিত এ বাহিনীতে ১৬ হাজার সদস্য থাকবেন।

টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিমান বাহিনীর পোশাকের আদলে তৈরি পোশাকের বাম বুকের ওপর লেখা ‘ইউএস স্পেস ফোর্স’, বাম বাহুতে খচিত দেশের জাতীয় পতাকা। বাম পাশে খচিত পতাকাই বিমান বাহিনী থেকে আলাদা করেছে স্পেস ফোর্সকে। কারণ বিমান বাহিনীর পোশাকে ৫০ তারকা খচিত পতাকা দেখা যায় ডান বাহুতেই।

টুইটারে স্পেস ফোর্সের পোস্টের পরে পোশাকের ওই ছবিটি ভাইরাল হয়ে যায়। অনেকে প্রশ্ন করেন, স্পেস ফোর্সের কতজন সদস্য রয়েছে? তাদের কেন ভিন্ন পোশাক পরতে হবে?

স্পেস ফোর্সের পোশাক নিয়ে কিছু মানুষ সমালোচনা করলেও অনেকে এর প্রশংসা করেছে। অনেকে আবার করেছে বিদ্রুপও।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর পেন্টাগন বলছে, এ বাহিনী হবে পেন্টাগনের অন্যান্য বাহিনীর মতই। যুদ্ধ ব্যবস্থার ওপর মহাকাশ থেকে তারা নজর রাখবে সবসময়।

এইচএ/এমএস