ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্রিলিয়ন ডলার ক্লাবে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৪১ এএম, ১৭ জানুয়ারি ২০২০

ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের অভিজাত ক্লাবে নাম লেখালো গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো তাদের শেয়ারের মূল্য এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। এদিন ০.৮৭ শতাংশ বেড়ে অ্যালফাবেটের প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ১৪৫১.৭০ ডলার।

চতুর্থ মার্কিন প্রতিষ্ঠান হিসেবে ট্রিলিয়ন ডলার ক্লাবে পা রাখলো গুগলের জন্মদাতা প্রতিষ্ঠানটি। এর আগে এ ক্লাবে পা রেখেছে অ্যাপল, মাইক্রোসফট ও অ্যামাজন। এর মধ্যে অ্যাপলের বাজারমূল্য সবচেয়ে বেশি, প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার। মাইক্রোসফটের মূল্য প্রায় ১.৩ ট্রিলিয়ন ডলার।

তবে এই মুহূর্তে ট্রিলিয়ন ডলার ক্লাবে নেই অ্যামাজন। বর্তমানে তাদের মোট বাজার মূল্য ৯৩০ বিলিয়ন ডলার। বিশ্বের সেরা ই-কমার্স সাইট অ্যামাজন ২০১৮ সালের সেপ্টেম্বরে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছিল।

বর্তমান বিশ্বে সবচেয়ে দামি প্রতিষ্ঠান সৌদি আরবের তেল কোম্পানি আরামকো। গত মাসে তাদের বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলার স্পর্শ করেছিল। বর্তমানে আরামকোর শেয়ারের বাজার মূল্য প্রায় ১.৮ ট্রিলিয়ন ডলার।

গত কয়েক বছর ধরেই বেশ চড়াই-উৎরাই পার করতে হচ্ছে গুগলকে। সহর্মীদের যৌন হেনস্তা, ২০ হাজার কর্মীর বিক্ষোভসহ নানা বাধা-বিপত্তির সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনের মূল্যবৃদ্ধি ও বিশ্বাসহীনতার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

ফলে গত বছর প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর তুলনায় শেয়ারবাজারে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়ে গুগল। তবে অনেক বিনিয়োগকারীর বিশ্বাস ছিল, বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি এমন পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াতে পারবে। নতুন বছরের শুরুতেই তাদের সেই বিশ্বাসের প্রতিদান মিলতে শুরু করেছে।

আগামী ৩ ফেব্রুয়ারি চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে অ্যালফাবেটের। ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের ধারণা, এসময় তারা ৪৬.৯ বিলিয়ন ডলার রেভিনিউ ঘোষণা করতে পারে।

যদিও অনেক বিশ্লেষকের মতে, এক ট্রিলিয়ন ডলার মূল্যমান একটি প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক অবস্থা নির্দেশ করে না, এমনকি বিনিয়োগকারীদের জন্যেও এটি খুব একটা অর্থবহ কিছু নয়। এটি একপ্রকার আভিজাত্যের পরিচায়ক মাত্র।

তবে ফরচুন ম্যাগাজিনের হিসাবে, গত বছরও বিশ্বের সবচেয়ে লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে ছিল ট্রিলিয়ন ডলার কোম্পানিগুলো। এক্ষেত্রে সৌদি আরামকোর অবস্থান সবার শীর্ষে, অ্যাপল দ্বিতীয় ও অ্যালফাবেট ছিল সপ্তম স্থানে।

ধারণা করা হচ্ছে, এরপর ট্রিলিয়ন ডলার ক্লাবে নাম লেখাতে যাচ্ছে ফেসবুক। বৃহস্পতিবার পর্যন্ত তাদের বাজারমূল্য পায় ৬২০ বিলিয়ন মার্কিন ডলার।

এসএ/এমকেএইচ