ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানি তেলের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত ভারতের

প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৪ অক্টোবর ২০১৫

জ্বালানি তেল ক্রয়-সংক্রান্ত পুরনো বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ইরানকে তেল ক্রয় বাবদ বকেয়া ৭ শ` মিলিয়ন ডলার পরিশোধ করা হবে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। আগামী ১২ অক্টোবর বকেয়া টাকা পরিশোধ করার কথা রয়েছে।

ইরানের তেল সংস্থাগুলোর কাছে ইজার অয়েল, ম্যাঙ্গালোর ও পেট্রোকেমিক্যাল এলটিডি, ইন্ডিয়ান ওয়েল করপোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনের মোট সাড়ে ছয় বিলিয়ন ডলারের বকেয়া ছিলো।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর বকেয়া টাকার ৭০০ মিলিয়ন ডলার ইরানকে ফেরত দেয় ভারত। চলতি মাসের ১২ তারিখ আরো ৭০০ মিলিয়ন ডলার ইরানকে পরিশোধ করা হবে বলে দেশটির কর্মকর্তারা জানান।

এসআইএস/আরআইপি