ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফ্রান্সে ভয়াবহ বন্যায় ১৩ জনের প্রাণহানি

প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৪ অক্টোবর ২০১৫

ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ঝড়ে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় দেশটির যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান, ফ্রেঞ্চ রিভিয়েরা সংলগ্ন এলাকায় রোববার ভোরে বন্যায় এসব প্রাণহানি ঘটেছে। আনতিবাস শহরের বৃদ্ধনিবাসে নদীর পাড় ভেঙ্গে পানি ঢুকে পড়ায় এর তিন বাসিন্দা মারা যায়। এছাড়া একটি আশ্রয় এলাকায় গাড়ি দাঁড় করে রাখতে গিয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে।

উদ্ধারকর্মীরা জানান, আরো তিনজন তাদের গাড়ির ভেতরে আটকে পড়ে মারা গেছে। শনিবার রাতে পর্যটন নগরী ক্যানেসে ভয়াবহ ঝড় আঘাত হানে। এতে রাস্তায় আরো এক ব্যক্তি ডুবে মারা যায়।

দেশটির রেল কোম্পানি এসএনসিএফ জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকটি ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে।

এসআইএস/এমএস