ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জেরুজালেমে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০৪ অক্টোবর ২০১৫

জেরুজালেমের ওল্ড সিটিতে ফিলিস্তিনীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরাইল। গত ১২ ঘণ্টার মধ্যে দুই ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নাগরিক নিহত হওয়ার পর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর আলজাজিরার।

ইসরায়েলী পুলিশ জানিয়েছে, রোববার সকালের দিকে ফিলিস্তিনি এক নাগরিক ইসরাইলি এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে।

এর আগে শনিবার পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে এক ফিলিস্তিনির ছরিকাঘাতে দুই ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া ছুরিকাঘাতে এক শিশু সহ দুইজন আহত হয়েছে। হামলাকারী মুহাম্মদ হালাবি (১৯) রামাল্লা সংলগ্ন আল-বিরেহ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনার পর ওই এলাকার বাসিন্দাদের জন্য জেরুজালেমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ নিষেধাজ্ঞা পরবর্তী দুদিন পর্যন্ত কার্যকর থাকবে।

এসআইএস/এমএস