গুজরাটে নবরাত্রিতে মুসলমান নিষিদ্ধ!
নিষিদ্ধের বিরাম নেই গেরুয়াবাহিনীর! গো-মাংস, ইন্টারনেট, পর্ন- এবার নবরাত্রি। না, নবরাত্রি অবশ্য সকলের জন্য নিষিদ্ধ নয়। শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। নবরাত্রি উৎসবের গড়বা অনুষ্ঠানে প্রবেশ ও অংশগ্রহণ নিষিদ্ধ করা হলো গুজরাটের কুচের মান্ডভি তালুকে। হিন্দু সংগঠন যুব মোর্চা নামে একটি গেরুয়া সংগঠন ও স্থায়ী গড়বা অনুষ্ঠানের উদ্যোক্তারা এই ফতোয়া জারি করেছে।
ফতোয়া এখানেই শেষ নয়। গড়বা অনুষ্ঠানে হিন্দুদের প্রবেশেও কয়েকটি নিয়ম বেঁধে দিয়েছে ওই গেরুয়া বাহিনী। মান্ডভায় নবরাত্রির অনুষ্ঠানে হিন্দুদের নাকি মাথায় ও গায়ে গো-মূত্র ছিটিয়ে ঢুকতে হবে এবং কপালে অবশ্যই তিলক থাকতে। যুব মোর্চা ও অনুষ্ঠানের উদ্যোক্তাদের দাবি, গড়বা একটি পবিত্র অনুষ্ঠান। তাই গো-মূত্র মাথায় ছিটালেই হিন্দুরা পবিত্র হয়ে যাবে। তবে মুসলিমরা এতে যোগ দিতে পারবেন না।
গেরুয়া সংগঠনটির নেতা রঘুবীরসিংহ জাডেজার কথায়, `গত বছরের মতো এবারো গড়বা অনুষ্ঠানে আমরা ধর্মের মানুষদের প্রবেশ নিষিদ্ধ করেছি। এই নিয়ম লঙ্ঘন করা যাবে না। এ বছর আরো কঠোর ভাবে পালন করা হবে।`
আপনারা নিষেধাজ্ঞা জারি করার কে? এই প্রশ্নে রেগে গিয়ে ওই গেরুয়া নেতার যুক্তি, `নবরাত্রি একটি ধর্মীয় অনুষ্ঠান, যেখানে ৯ দিন ধরে দেবির আরাধনা করা হয়। আমরা তো লাভ জিহাদের বাড়বাড়ন্তকেও এবার রুখে দেয়ার পথে নামবো।`
প্রসঙ্গত, যুব মোর্চা নামে সংগঠনটি বিশ্ব হিন্দু পরিষদের বেশ ঘনিষ্ঠ। গেরুয়া বাহিনীর নিষেধাজ্ঞায় যারপরনাই `অপমানিত` স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ।
স্থানীয় মুসলিম নেতা আজম আঙ্গাড়িয়ার কথায়, `মান্ডভিতে হিন্দু-মুসলিমের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি কয়েকশো বছরের। এই ধরনের ফতোয়া কখনো শুনিনি। আমরা কয়েক দিনের মধ্যে বিষয়টি নিয়ে আমাদের অবস্থান ঠিক করবো।`
বিএ