ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

যেভাবে হত্যা করা হয় জেনারেল সোলেইমানিকে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২০

ইরাকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অঘোষিত সেনাপতি ও দেশটির ক্ষমতাধর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন। তারপর থেকে চিরবৈরী ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও চরমে। মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ইঙ্গিতও দিচ্ছেন অনেকে। যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার আগের কয়েক ঘণ্টা জেনারেল সোলেইমানি যা করেছিলেন তার বিস্তারিত তুলে ধরা হলো।

সিরিয়ার বেসরকারি বিমান পরিবহন সংস্থা ছাম উইংসের একটি ফ্লাইটে শুক্রবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন অভিজাত কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানি। বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু এবং ইরাকে ইরানের বড় মিত্র হাশদ আল-শাবির উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিস।

ইরাকের শিয়া নেতাদের বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বলছে, বিমানবন্দরে নামার পর ছোট অভ্যর্থনা অনুষ্ঠানের মাধ্যমে সোলেইমানিকে স্বাগত জানানো হয়। তারপর দুটি গাড়িতে মুহানদিসের সঙ্গে বাগদাদের গ্রিন জোনে অবস্থিত তার বাড়িতে যাওয়ার জন্য যাত্রা শুরু করেন সোলেইমানি ও মুহানদিস। তারা দুজন একই গাড়িতে ছিলেন।

সোলেইমানির এবারের ইরাক সফরে কিছু একটা ভুল ছিল। কেননা তখন তাদের মাথার ওপর হামলার জন্য প্রস্তুত ছিল মার্কিন ড্রোন। যার মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই দুজন ঘটনাস্থলেই নিহত হন। তবে সোলেইমানির গতিবিধি অনুসরণ করা হচ্ছিল কয়েক দিন আগে থেকেই। সেই কয়েক দিনে যা ঘটেছিল এবার তা জানা যাক।

মার্কিন হামলায় নিহত এই দুই সেনা অধিনায়কের দলের ঘনিষ্ঠ দুজন বলছেন, সোলেইমানি ও মুহানদিস কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের হিটলিস্টে ছিলেন। তাই এই দুই মিত্র সেনাপতি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখতেন সবসময়। তারা কঠোর নিরাপত্তা বেষ্টনী ও কৌশলে যুক্তরাষ্ট্রের চোখ এড়িয়ে চলতেন।

Sulemani-4.jpg

তাদের সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারটা ছিল যথেষ্ট কড়াকড়ি। অল্প কিছু মানুষ তাদের সরাসরি দেখতে পেতেন। অত্যন্ত সাধারণভাবে তারা চলাফেরা করতেন। তারা কখন কোথায় যাচ্ছেন কিংবা কার সঙ্গে দেখা করতেন এ বিষয়ে কেউই কিছু জানতেন না। তাদের কার্যক্রম চলতো সব গোপনে।

মুহানদিসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন এক নেতা বলেন, ‘এগুলো হলো তাদের আদর্শ সুরক্ষা ব্যবস্থা। তারা আগেই দিনক্ষণ উল্লেখ করে কখনো কোথাও যেতেন না। এমনকি তাদের গন্তব্য এবং তারা কোন বিমান পরিবহন সংস্থার ফ্লাইটে চলাচল করতেন তা পর্যন্ত কখনো জানা যেত না।’

তিনি আরও বলেন, ‘তারা প্রতিনিয়ত একই পথে চলাচল করতেন না। বিমানবন্দরে অন্য সবার মতো আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পার্সপোর্টে সিল মারা হতো না তাদের। তারা কখনোই স্মার্টফোন ব্যবহার করতে না, চলাফেরা করতেন সাধারণ মানের গাড়িতে। মোটের ওপর তাদের গতিবিধি জানা ছিল কঠিন কাজ।

মিডল ইস্ট আই যেসব শিয়া নেতার বক্তব্য শুনেছেন তাদের কেউই নিরাপত্তার কারণে নিজেদের নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন। মুহানদিসের সঙ্গে ভালো সম্পর্ক থাকা ওই সশস্ত্র নেতা জানালেন, ‘এতকিছু সত্ত্বেও দামেস্ক (সিরিয়ার রাজধানী) ও বাগদাদে (ইরাকের রাজধানী) মার্কিন সমর্থিত গোয়েন্দায় পূর্ণ থাকায় তাদের হত্যা করা সম্ভব হয়েছে।’

নির্দিষ্ট সাক্ষাতের স্থান বৈরুত (লেবানন)
সোলেইমানির গতিবিধি সম্পর্কে অবগত ইরাকের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, দেশর সীমানার বাইরে ইরানের আধিপত্য বিস্তারের কারিগর সোলেইমানি ইরাকে ঢোকার জন্য বেশ কিছু পয়েন্ট ব্যবহার করতে না। কখনো আকাশপথে তো কখনো সীমান্ত দিয়ে তিনি ইরাকে প্রবেশ করতেন। তা কেউ জানতো না।

গত শুক্রবারের মতো কদাচিৎ সোলেইমানি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতেন। মাঝেমধ্যে বাগদাদ থেকে কিছুটা দূরের নাজাফ সীমান্ত ও ইরানের দিয়ালার মুনথিরিয়া সীমান্ত হয়ে ইরাকে আসতেন। বাগদাদ থেকে সীমান্তবর্তী ওই এলাকার দূরত্ব ১২০ কিলোমিটার।

গাড়িতে করে দক্ষিণে বাগদাদে যাওয়ার আগে উত্তর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যেতেন তিনি। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ’র এক নেতা মিডল ইস্ট আইকে বলেন, এই সমস্ত রুটের কোনোটাই সোলেইমানিকে বাঁচাতে পারেনি। পরিবর্তে গত ৩৬ ঘণ্টার ভ্রমণপথে তিনি ধোঁকার শিকার হয়েছেন।

হিজবুল্লাহর ওই নেতা বলেন, ‘গত বৃহস্পতিবার সোলেইমানি যখন ইরানের রাজধানী তেহরান থেকে দামেস্কে এসে পৌঁছান তখন থেকেই তার ওপর নজরদারি করা শুরু হয়েছিল। শুক্রবার ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত তার চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।’

সোলেইমানি দামেস্ক বিমানবন্দরে পৌঁছান বৃহস্পতিবার সকালে। তিনি সিরিয়ার রাজধানী শহরে কারো সঙ্গে সাক্ষাৎ না করেই সোজা প্রথমে বিমানে তারপর গাড়িতে করে লেবাননের রাজধানী বৈরুতে যান। যেখানে তিনি হিজবুল্লাহ’র সেক্রেটারি জেনারেল হাসান নাসারাল্লাহর সঙ্গে বৈঠক করেন।

Sulemani-4.jpg

ওই বৈঠক সম্পর্কে অবহিত হিজবুল্লাহ নেতা বলেন, ‘ইরাকের সর্বশেষ অবস্থা নিয়ে কয়েক ঘণ্টা বৈঠক করেন তারা। বিশেষ করে মার্কিন বিমান হামলা এবং যেই হামলায় ইরান সমর্থিত ইরাকের আধাসামরিক বাহিনী কাতায়েব হিজবুল্লাহর ২৫ যোদ্ধা মারা যান। এরপর বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালায় যোদ্ধারা।

লেবাননের ওই সশস্ত্র বিদ্রোহী নেতা আরও বলেন, ‘আলোচনার মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত মিলিশিয়াদের কার্যক্রম পরিচালনার ব্যাপারে সহায়তা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো সংঘাত শুরু হলে তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদেরকে প্রস্তুত করা। এছাড়া নাসারাল্লাহ সংশ্লিষ্টদের বিদ্যমান বিবাদ সমাধাণও ছিল আলোচনার বিষয়।

সোলেইমানির বাগদাদে অবতরণ
সোলেইমানি বৈরুতে প্রয়োজনের চেয়ে এক মিনিটও বেশি অবস্থান করেননি। তিনি হিজবুল্লাহ নেতার সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় যথেষ্ট গোপনীয়তার মাধ্যমে যেভাবে সেখানে গিয়েছিলেন ঠিক সেভাবেই সিরিয়ার রাজধানী শহর দামেস্কে ফিরে আসেন।

দামেস্ক বিমানবন্দর থেকে বাগদাদে যাওয়ার জন্য অন্য সাধারণ যাত্রীদের সঙ্গে সিরিয়ার ছাম উইংসের একটি ফ্লাইটে ওঠেন তিনি। বিমানটি ছাড়ার সময় ছিল স্থানীয় সময় ৮টা ২০মিনিটে কিন্তু অজানা কারণে বিমানটি প্রায় দুই ঘণ্টা দেরিতে রাত ১০টা ২৮ মিনিটে গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

একই সময়ে মুহানদিস খবর পান যে আর অল্প কিছুক্ষণের মধ্যে তার বন্ধু জেনারেল কাসেম সোলেইমানি ইরাকে অবতরণ করবেন। কেবল বিমান সংস্থা ও সোলেইমানির অবতরণের সময় জানিয়ে হাশদ আল-শাবির ওই শীর্ষ নেতাকে খুব সংক্ষিপ্ত এই নোটটি দেয়া হয়েছিল।

মুহানদিস ছিলেন ইরাকের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তি এবং ইরাকে ইরানের ‘পয়েন্ট ম্যান’। তাকে হামেশাই বাগদাদে ঘুরতে দেখা গেলেও সে রাতে এমনটা হয়নি। তার বদেলে তিনি হাশদ আল-শাবির বিমান সংক্রান্ত বিষয়ের জন্য নিয়োজিত উপদেষ্টা মোহাম্মদ রেধাকে তলব করে তাকে বিমানবন্দরে পৌঁছে দেয়ার নির্দেশ দেন এবং বিশেষ অতিথির জন্য সবরকম ব্যবস্থা করতে বলেন।

২০০৩ সাল থেকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার বেশ কড়াকড়ি। আর এর নিরাপত্তার বিষয়টি দেখভাল করে ব্রিটিশ কোম্পানি জি৪এস। তারা ইরাকের গোয়েন্দা ও দেশটির জাতীয় নিরাপত্তা সেবা বাহিনীর তত্ত্বাবধানে বাগদাদ বিমানবন্দরের নিরাপত্তার কাজটি তদারকি করে।

ইরাকের কাউন্টার টেররিজম বাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকা, বিমানবন্দরের আকাশসীমা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সড়কগুলোর সুরক্ষিত রাখার দায়িত্ব পালন করে থাকে।

সাধারণ যাত্রীরা বিমানবন্দরে ঢুকতে চাইলে কিংবা বের হতে চাইলে বেশ কয়েকটি তল্লাশি চৌকির মাধ্যমে তাদের নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হয়। বিমানবন্দর ও এর আশেপাশের ১০ কিলোমিটার এলাকাজুড়ে বেশ কিছু তল্লাশি চৌকি বসানো হয়েছে।

যেসব পর্যটক ও কর্মকর্তা বিশেষ সুবিধা পান তাদেরকে ভিআইপি সড়কের মাধ্যমে চলাচলের পথ তৈরি করে দেয়া হয়। আর এর জন্য যাত্রীদের পরিচয় ও যানবাহনের নম্বর-নিবন্ধকরণের বিশদটি সেখানে থাকা তল্লাশি চৌকিতে জানানোর তেমন কোনো প্রয়োজন হয় না। যদি কোনো তথ্য আসে তাহলে তা বিমানবন্দরের নিরাপত্তা রক্ষী, জাতীয় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দার সঙ্গে জি৪এসকে জানানো হয়।

মুহানদিসকে যুক্তরাষ্ট্র এবং তার ইরাকি প্রতিপক্ষরা ইরাকের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে বিবেচনা করে এবং ইরাকে ইরাকের ইচ্ছা-অনিচ্ছা কার্যকরের কারিগর মনে করে। যুক্তরাষ্ট্র অনেক বছর ধরে তার ওপর নজরদারি করে আসছে এবং আল-শাবির রেহদা যে মুহান্দিস ছাড়া আর কাউকে সেখানে নিয়ে যাননি এ বিষয়টি আর গোপন ছিল না।

মুহানদিস ঘনিষ্ঠ তার দলের এক নেতা বলেন, ‘এটা সবাই জানে যে হাশদ আল-শাবির প্রধান বিমানবন্দর সোলেইমানি ছাড়া আর কাউকে অভ্যর্থনা জানাতে যান না।

সর্বশেষ ওই অবস্থা সম্পর্কে অবহিত এক মার্কিন সূত্র মিডল ইস্টকে বলেন, যুক্তরাষ্ট্রের হাতে তথ্য এসেছিল যে সোলেইমানি এখন বাগদাদের পথে এবং তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাবেন মুহানদিস। তারপর মুহানদিস সোলেইমানিকে নিয়ে বাগদাদে ব্যাপক নিরাপত্তা দূর্গ গ্রিন জোনে নিজের বাড়িতে নিয়ে যাবেন।

ইরাকের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা এবং হাশদ আল শাবির বেশ কয়েকজন নেতা এই পরিকল্পনার কথা নিশ্চিত করেন।

ফাঁদ পাতা ছিল
ছাম উইংসের দেয়া তথ্য অনুযায়ী, আকাশপথে দামেস্ক থেকে বাগদাদে পৌঁছাতে সময় লাগে মাত্র এক ঘণ্টা ৫ মিনিট। সোলেইমানি যে বিমানে আসছিলেন সেটি স্থানীয় সময় রাত ১২টা ৩২ মিনিটে বাগদাদে অবতরণ করে। সোলেইমানির সফরসঙ্গী ছিলেন দুজন, যাদের মধ্যে একজন তার জামাতা।

সোলেইমানি বিমানবন্দরে অবতরণের পর তিনি কোনো কালক্ষেপণ করতে চাননি। মুহানদিস ও বাকি অনুসারীদের নিয়ে যাত্রা শুরু করেন। তাদের সঙ্গে কথা বলে তিনি সন্দেহ বাড়াতে চাননি। জাতীয় নিরাপত্তা বাহিনী কর্মকর্তারা তাদের ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করে তাদের লাগেজ সংগ্রহ করেন।

তারপর তারা হুন্দাই স্টার্ক মিনিবাসের থাকা নিরাপত্তারক্ষীদের নিয়ে টয়োটা আভালনে করে যাত্রা শুরু করেন মুহান্দিস। তার কিছুক্ষণের মধ্যেই তাদের গাড়িবহরে হামলা হয়। জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেয়া প্রতিবেদন অনুযায়ী বাগদাদ বিমানবন্দরে হামলার ঘটনাটি ঘটে রাত ১টা ৪৫ মিনিটে। প্রাথমিক তদন্ত বলছে, দুটি গাড়ি লক্ষ্য করে তিনটি গাইডেড ক্ষেপনাস্ত্র দিয়ে হামলা করা হয়।

Sulemani-4.jpg

দুটি গাড়ির মধ্যে দূরত্ব ছিল আনুমানিক ১০০ থেকে ১২০ মিটার। প্রথমে একটি মিসাইল এসে হুন্দাই স্টার্কসে হামলা আঘাত হানে। দ্বিতীয় মিসাইলটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হলেও তৃতীয় আরেকটি মিসাইল ছোড়া হয় সোলেইমানিকে বহনকারী টয়োটা আভালনকে লক্ষ্য করে। এরপর সব শেষ।

ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছিল মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোন থেকে। হত্যার শিকার ব্যক্তিদের চিহ্নিত করতে ইরাকের কর্তৃপক্ষের কয়েক ঘণ্টা সময় লেগেছিল। ঘটনার শিকার অনেকের শরীর আগুনে পুড়ে পুরোপুপি নিশ্চিহ্ন হয়ে গেছে। হামলায় সোলাইমানিসহ নিহত হন ১০ জন। এরপর থেকে তোলপাড় বিশ্ব রাজনীতি।

এসএ/এমএস

টাইমলাইন

  1. ০৬:৪১ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার নীল নকশাকারী বিমান দুর্ঘটনায় নিহত
  2. ০৮:২৩ এএম, ২৫ জানুয়ারি ২০২০ ইরানের হামলায় মাথায় আঘাত পেয়েছেন ৩৪ মার্কিন সেনা
  3. ১০:৪৪ এএম, ২১ জানুয়ারি ২০২০ ক্ষমতায় বসেই সোলেইমানি হত্যার বদলার ঘোষণা কুদস প্রধানের
  4. ০৮:১৮ এএম, ২১ জানুয়ারি ২০২০ বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ৩ দফা রকেট হামলা
  5. ১২:৩৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ ইরাকে সামরিক ঘাঁটিতে রকেট হামলা
  6. ০৪:৫৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ ইরানে বিমান বিধ্বস্তে ট্রাম্পকে দায়ী করলেন ট্রুডো
  7. ০৯:২৮ এএম, ১৪ জানুয়ারি ২০২০ সোলেইমানিকে ১ নম্বর সন্ত্রাসী বললেন ট্রাম্প
  8. ০৬:০৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় মাথাব্যথা চীনের, উ কোরিয়ার সুযোগ?
  9. ০১:০৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ মধ্যপ্রাচ্যে ঐক্যের ডাক আয়াতুল্লাহ খামেনির
  10. ১২:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ উত্তেজনা অবসানে রাজি ইরান, জানালেন কাতারের আমির
  11. ১২:১৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ ‘ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি’
  12. ১১:০১ এএম, ১৩ জানুয়ারি ২০২০ ইরানের সঙ্গে সংঘাত বিশ্বের শান্তি নষ্ট করবে : শিনজো আবে
  13. ০৪:৪৪ পিএম, ১২ জানুয়ারি ২০২০ ইরানের ভয়ে আমিরাত সফর বাতিল করলেন ইসরায়েলি মন্ত্রী
  14. ০৩:৪২ পিএম, ১২ জানুয়ারি ২০২০ ইরানে যাচ্ছেন কাতারের আমির
  15. ০১:৫৭ পিএম, ১২ জানুয়ারি ২০২০ ১৮ মাসের পরিকল্পনায় সোলেইমানিকে হত্যা
  16. ১০:১২ এএম, ১২ জানুয়ারি ২০২০ ভুলবশত বিমান ভূপাতিত, ইরানে বিক্ষোভ
  17. ০৯:১৫ এএম, ১২ জানুয়ারি ২০২০ ইরাকে ইরানপন্থি মিলিশিয়া কমান্ডার নিহত
  18. ০৯:০০ এএম, ১২ জানুয়ারি ২০২০ ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূত আটক
  19. ০৮:৫৬ এএম, ১২ জানুয়ারি ২০২০ ইরানকে ক্ষমা চাইতে বললেন ট্রুডো
  20. ০৮:৪৪ এএম, ১২ জানুয়ারি ২০২০ মহাশয়তানের বিরুদ্ধে সংগ্রাম চলবে : সোলেইমানির মেয়ে
  21. ০৩:৫১ পিএম, ১০ জানুয়ারি ২০২০ ২-১ বছরের মধ্যেই পরমাণু অস্ত্রধারী হয়ে উঠতে পারে ইরান!
  22. ০১:১৭ পিএম, ১০ জানুয়ারি ২০২০ সোলেইমানির মুখ ফুটে উঠল সেনাদের প্যারেডে
  23. ১১:১০ এএম, ১০ জানুয়ারি ২০২০ বিমান বিধ্বস্তের আনুষ্ঠানিক তদন্তে বোয়িংকে আমন্ত্রণ ইরানের
  24. ১০:৩৫ এএম, ১০ জানুয়ারি ২০২০ ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিধ্বস্ত, ট্রুডো বলছেন অনিচ্ছাকৃত
  25. ০৯:২০ এএম, ১০ জানুয়ারি ২০২০ ইরানের সঙ্গে যুদ্ধ-ক্ষমতা খর্ব হলো ট্রাম্পের
  26. ০৮:৪৫ এএম, ১০ জানুয়ারি ২০২০ কয়েক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত ছিল ইরানের
  27. ০৭:২৭ পিএম, ০৯ জানুয়ারি ২০২০ সোলেইমানির মৃত্যু ইরানের জন্য আশীর্বাদ
  28. ০১:১৪ পিএম, ০৯ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যা, জাতিসংঘে নিজেদের পক্ষে সাফাই গাইল যুক্তরাষ্ট্র
  29. ১০:৫৮ এএম, ০৯ জানুয়ারি ২০২০ তেল আবিবে চিকিৎসা নিচ্ছেন ইরানি হামলায় আহত মার্কিন সেনারা
  30. ১০:১৯ এএম, ০৯ জানুয়ারি ২০২০ মধ্যপ্রাচ্যে রণ দামামা
  31. ১০:১৬ এএম, ০৯ জানুয়ারি ২০২০ ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমাতে প্রতিনিধি পরিষদে ভোট
  32. ০৯:২৭ এএম, ০৯ জানুয়ারি ২০২০ যুদ্ধের দামামা খরচ বাড়াল আকাশপথে
  33. ০৪:৫০ এএম, ০৯ জানুয়ারি ২০২০ ইরাকে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট হামলা
  34. ০৩:০১ এএম, ০৯ জানুয়ারি ২০২০ ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র বানাতে দেব না : ট্রাম্প
  35. ০১:৪৭ এএম, ০৯ জানুয়ারি ২০২০ স্যাটেলাইট ইমেজে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  36. ০১:০৬ এএম, ০৯ জানুয়ারি ২০২০ সামরিক শক্তি নয়, ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা
  37. ১০:৫২ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ যুদ্ধ নয় শান্তি চাই : ট্রাম্প
  38. ০৯:০০ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের পা কেটে দেয়া হবে : রুহানি
  39. ০৮:০৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের খবর
  40. ০৭:৫১ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের হামলা কি দু’পক্ষকেই তুষ্ট করেছে?
  41. ০৭:২২ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব: ভয়ে আছেন মেসি-সুয়ারেজরা
  42. ০৭:১৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের হামলায় কি বড় যুদ্ধের সূচনা হবে?
  43. ০৬:৪৫ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের টার্গেটে যুক্তরাষ্ট্রের ‘১৪০’ স্থাপনা
  44. ০৬:১৩ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ হামলার আগে ইরাককে জানিয়েছিল ইরান
  45. ০৪:৩২ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত হয়নি : যুক্তরাষ্ট্র
  46. ০৪:০২ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ৫২ যুদ্ধবিমানের মহড়া যুক্তরাষ্ট্রের, ইরানে হামলার প্রস্তুতি
  47. ০৩:৪৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ এই হামলা যুক্তরাষ্ট্রের মুখে চপেটাঘাত : খামেনি
  48. ০৩:২৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ সোলেইমানির জানাজায় পদদলনে নিহত বেড়ে ৫৬
  49. ০২:৩১ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাকে ব্যর্থ হয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
  50. ০২:১৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের হামলায় কোনো ইরাকি সৈন্য হতাহত হয়নি
  51. ০১:৪০ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাকে প্রতিশোধের হামলার পর সোলেইমানির দাফন
  52. ০১:৩১ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ‘ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র’
  53. ০১:০৩ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাক ভ্রমণে ভারত-পাকিস্তান-ফিলিপাইনের সতকর্তা
  54. ১২:৩৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় নিহত ৮০, দাবি ইরানের
  55. ১১:৫৯ এএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাক থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে কানাডা
  56. ১১:২৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ আমরা যুদ্ধ চাই না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  57. ১০:১৫ এএম, ০৮ জানুয়ারি ২০২০ অল ইজ ওয়েল : ইরানের হামলার পর ট্রাম্পের টুইট
  58. ০৯:৪৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন ঘাঁটিতে হামলা : তেলের দাম ৪.৫ শতাংশ বৃদ্ধি
  59. ০৯:৩৭ এএম, ০৮ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার হুমকি ইরানের
  60. ০৯:০৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মধ্যপ্রাচ্যে বিমান চলাচলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  61. ০৮:৫৬ এএম, ০৮ জানুয়ারি ২০২০ সোলেইমানিকে হত্যার ‘কঠোর প্রতিশোধ’ নেয়া শুরু : ইরান
  62. ০৮:৪৯ এএম, ০৮ জানুয়ারি ২০২০ এবার ইসরায়েল আমিরাতে হামলার হুমকি ইরানের
  63. ০৮:৪৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ
  64. ০৮:২৫ এএম, ০৮ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার জবাব দেয়ার পক্ষে তুরস্ক
  65. ০৮:০৪ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন ঘাঁটিতে এক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় হামলা ইরানের
  66. ০৭:২৫ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ‘শহীদ সোলেইমানি’ হামলা
  67. ০৭:০৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  68. ০৬:৪৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার নীলনকশা ও ৫৫০ কোটির মার্কিন ড্রোন
  69. ০৬:২৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ প্রতিশোধের ১৩ রূপরেখা, দুর্বলটিও হবে ঐতিহাসিক দুঃস্বপ্ন : ইরান
  70. ০৬:১৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্র ড্রোন পাঠিয়ে আমাকেও নিশানা করতে পারে : মাহাথির
  71. ০৩:৫২ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ সোলেইমানির জানাজায় পদদলিত হয়ে নিহত ৪০
  72. ০২:২০ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরাক থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে জার্মানি
  73. ০১:১৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ নিজের শহরে সমাহিত হবেন জেনারেল সোলেইমানি
  74. ১২:৩২ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ জারিফের জাতিসংঘে যাওয়া ঠেকাতে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র
  75. ১২:১২ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরানে হামলার প্রস্তুতি, ৬ বোমারু বিমান পাঠাচ্ছে পেন্টাগন
  76. ১১:৫৩ এএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র
  77. ১১:১১ এএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরানকে হুমকি দেবেন না : ট্রাম্পকে রুহানি
  78. ০৯:৪০ এএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরানে হামলার হুমকি, যুদ্ধাপরাধের দিকে যাচ্ছেন ট্রাম্প?
  79. ০৬:৪৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ করলো ইরাক
  80. ০৩:৩৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ সোলেইমানির জানাজায় কান্নায় ভেঙে পড়লেন খামেনি
  81. ০১:৩৬ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের কালো অধ্যায় আসছে : সোলেইমানির মেয়ে
  82. ০১:৩৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ তেহরানে জনসমুদ্র, সোলেইমানির জানাজা পড়ালেন খামেনি
  83. ১২:৫৯ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ ‘মার্কিন সেনা ও কর্মকর্তারা দেশে ফিরবে কফিনে’
  84. ১১:২১ এএম, ০৬ জানুয়ারি ২০২০ হোয়াইট হাউসেও হামলা চালাতে পারি : ইরানি এমপি
  85. ১০:২৬ এএম, ০৬ জানুয়ারি ২০২০ ইরানি কনসার্ট থেকে ফেরার সময় আটক ৬০
  86. ০৯:২৯ এএম, ০৬ জানুয়ারি ২০২০ ট্রাম্পের মাথার জন্য ৮০ মিলিয়ন ডলার ঘোষণা
  87. ০৮:৫১ এএম, ০৬ জানুয়ারি ২০২০ আবারও বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা
  88. ০৮:৫৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ যেভাবে হত্যা করা হয় জেনারেল সোলেইমানিকে
  89. ০৭:০৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ সামরিক হত্যার ‘সামরিক জবাব’ দেবে ইরান
  90. ০৪:২৩ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ সোলেইমানির জন্য কাঁদছে ইরান, রাস্তায় লাখো জনতা
  91. ০৩:৩৩ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ এবার নতুন ধাঁচের অস্ত্র পাঠানোর হুমকি ট্রাম্পের
  92. ০১:৩৩ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ
  93. ০১:২৮ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ বিশ্বে আরেকটি যুদ্ধ হলে তেলের কী হবে?
  94. ১২:২৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ মসজিদে ‘যুদ্ধের ঝান্ডা’ উড়িয়ে দিল ইরান
  95. ১২:২১ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ মার্কিন ওয়েবসাইটে সাইবার হামলা ইরানের
  96. ১১:৩৬ এএম, ০৫ জানুয়ারি ২০২০ ইরানে পৌঁছেছে সোলেইমানির মরদেহ
  97. ১০:৪৭ এএম, ০৫ জানুয়ারি ২০২০ ইরাকি বাহিনীকে মার্কিন ঘাঁটি থেকে দূরে থাকতে সতর্কতা
  98. ০৯:২২ এএম, ০৫ জানুয়ারি ২০২০ ইরানের ৫২ স্থানে হামলার হুমকি ট্রাম্পের
  99. ০৮:৪৯ এএম, ০৫ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যা, কেমন প্রতিশোধ নেবে ইরান?
  100. ০৯:০৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যাকাণ্ডে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা কতটুকু?
  101. ০৬:৫৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ ইরাক ইরান ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা
  102. ০৪:৩৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ বাগদাদে ইরানি জেনারেলের জানাজায় হাজারও মানুষের ঢল
  103. ০১:৫৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ সামরিক সক্ষমতায় কতটা শক্তিশালী ইরান?
  104. ০১:৪৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ শনিবারের হামলা যুক্তরাষ্ট্র চালায়নি, দাবি মুখপাত্রের
  105. ০১:৩৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ সোলেইমানি দিল্লিতেও হামলার পরিকল্পনা করেছিল : ট্রাম্প
  106. ১২:১১ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের দুই বড় শহরে হামলা আতঙ্ক
  107. ১০:৪৭ এএম, ০৪ জানুয়ারি ২০২০ যেকোনো পরিণতির দায় যুক্তরাষ্ট্রের : জাতিসংঘকে ইরান
  108. ১০:০০ এএম, ০৪ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যাকাণ্ডে পুতিনের উদ্বেগ
  109. ০৯:২৮ এএম, ০৪ জানুয়ারি ২০২০ আরেকটি যুদ্ধের ধকল সামলানো সম্ভব নয় : গুতেরেস
  110. ০৯:০৭ এএম, ০৪ জানুয়ারি ২০২০ সোলেইমানির বাড়িতে সর্বোচ্চ নেতা খামেনি
  111. ০৮:৪০ এএম, ০৪ জানুয়ারি ২০২০ ইরাকে ফের মার্কিন বিমান হামলা, নিহত ৬
  112. ০২:৩৯ এএম, ০৪ জানুয়ারি ২০২০ মধ্যপ্রাচ্যে আরও ৩০০০ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  113. ১২:৪৯ এএম, ০৪ জানুয়ারি ২০২০ ইরা‌নি জেনা‌রেল হত্যার প্র‌তিবা‌দে কাশ্মী‌রে ব্যাপক বি‌ক্ষোভ
  114. ১২:৩৫ এএম, ০৪ জানুয়ারি ২০২০ যু্দ্ধের প্রস্তুতি : আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করেছে ইরান
  115. ০৯:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানিকে যে কারণে হত্যার নির্দেশ ট্রাম্পের
  116. ০৯:৩২ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানির রক্তের বদলা নেয়া হবে : আইআরজিসি
  117. ০৮:৫১ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলাইমানিকে হত্যার নির্দেশের পর আলোচনায় বসতে চান ট্রাম্প!
  118. ০৬:২৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সতর্কতায় ইসরায়েলি সেনারা, সফর ছেঁটে দেশে ফিরছেন নেতানিয়াহু
  119. ০৫:৫৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ একটি হত্যাকাণ্ডে পাল্টে গেল মধ্যপ্রাচ্যের চিত্র
  120. ০৫:০৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানির পদে নিয়োগ পেলেন ইসমাইল কানি
  121. ০৪:৩৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানির ওপর হামলা : এক সপ্তাহের ঘটনাক্রম
  122. ০৪:২০ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ ‘এই হত্যা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্ট উদাহরণ’
  123. ০৪:১৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ জেনারেল সোলেইমানি হত্যায় ভয়াবহ যুদ্ধের শঙ্কা
  124. ০৩:৫৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগের নির্দেশ
  125. ০৩:১৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার ভয়ঙ্কর প্রতিশোধ নেবে ইরান : খামেনি
  126. ০২:৪৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ জেনারেল সোলেইমানি কে ছিলেন?
  127. ০২:০৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানির মৃত্যুর খবরে খুশি ইরাকিরা : মার্কিন মন্ত্রীর টুইট
  128. ১২:০৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ ইরানি জেনারেল হত্যার পর তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি
  129. ১১:০৫ এএম, ০৩ জানুয়ারি ২০২০ ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র : ইরান
  130. ১০:০৮ এএম, ০৩ জানুয়ারি ২০২০ ট্রাম্পের নির্দেশেই জেনারেল সোলেইমানিকে হত্যা
  131. ০৮:৪৬ এএম, ০৩ জানুয়ারি ২০২০ ইরাকে রকেট হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধানসহ নিহত ৮