ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বিশ্বে আরেকটি যুদ্ধ হলে তেলের কী হবে?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৫ জানুয়ারি ২০২০

২০০৪ সালে ইরাকে যখন দ্বিতীয়বারের মতো যুদ্ধ শুরু হয়, তখন হঠাৎ করেই অপরিশোধিত তেলের দাম রাতারাতি প্রত্যেক ব্যারেলে প্রায় ১০ মার্কিন ডলার বৃদ্ধি পায়। সেই সময় ক্ষুদ্র ব্যবসায়ী যাদের কাছে স্বল্প পরিমাণে তেল মজুত ছিল, রাতারাতি তারাও প্রচুর মুনাফা বাগিয়ে নেন।

মিচ খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মার্কেন্টাইল এক্সচেঞ্জের ভেসি স্ট্রিটের ক্ষুদ্র ব্যবসায়ী। ম্যানহাটনের এই ব্যবসায়ী ইরাক যুদ্ধের সময় হঠাৎ তেলের দাম বেড়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী। ম্যানহাটনের ভেসি স্ট্রিটের মার্কেটে নিচ তলায় অপরিশোধিত তেল, গ্যাস এবং ওপরের তলায় মূল্যবান ধাতব পদার্থ কেনাবেচা হয়।

২০০৪ সালে ইরাকে যখন যুদ্ধ ছড়িয়ে পড়ে তখন ভেসি স্ট্রিটে ক্রেতা-বিক্রেতারা প্রকাশ্যে দরকষাকষি করে তেল, গ্যাসের দাম নির্ধারণ করতেন। এ সময় বিক্রেতারা নিলামে তোলার মতো চিৎকার করে তেল, গ্যাসের দাম বলতেন। অনেকে কিনতেন, অনেকে বেচতেন। বিক্রেতা-ক্রেতার প্রকাশ্য দরকষাকষির মাধ্যমে এভাবে তেল, গ্যাস বিক্রি হতো সেখানে।

প্রথম ২৪ ঘণ্টায় প্রচুর পরিমাণে তেল, গ্যাস বিক্রি হলো এ বাজারে। পরদিন মার্কেট খোলার পর একই ভাবে বিক্রেতারা চিৎকার করে দাম হাঁকাতে থাকলেন। নিউইয়র্কের ওই ব্যবসায়ী এখনও মনে করতে পারেন, পরদিন আর বাজার আগের দিনের মতো হলো না। তার পাশের ব্যবসায়ীরা কিছু তেল বিক্রির চেষ্টা করলেন; কিন্তু পারলেন না। কারণ তেলের বাজারে ধস।

kasem-1

কয়েক মিনিটের মধ্যে এক ব্যারেল তেলের দাম ২০ ডলার কমে গেল। তবে আজকের দিনে তা হওয়ার সম্ভাবনা কম। ভেসি স্ট্রিটের ক্ষুদ্র ব্যবসায়ী খান বলেন, এখন বাজার ভিন্নভাবে চলে। গত শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও সর্বশেষ ইরাক যুদ্ধকালীন তেলের বাজারের সঙ্গে বর্তমানের বাজারের সবকিছুই ভিন্ন বলে মনে করেন তিনি। উৎপাদন, পরিশোধন ও বাজারজাতের সঙ্গে এখন তেলের দামের কোনো মিল নেই।

গত শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত ব্রেন্টের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। এক ব্যারেল অপরিশোধিত ব্রেন্টের দাম এখন সাড়ে ৬৯ ডলারে পৌঁছেছে। গত শুক্রবার বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর তেলের মূল্যবৃদ্ধি পায়। পেন্টাগন তেহরানের এই সামরিক কর্মকর্তা হত্যার ঘটনাকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দাবি করেছে।

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনায় ব্রিটিশ পেট্রোলিয়াম এবং রয়্যাল ডাচ শেলের শেয়ারের দাম প্রায় দেড় শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যাংক অব আমেরিকার পণ্য-সামগ্রী কৌশলবিদ মাইকেল ওয়াইডমার বলেন, ২০০৪ সালের সঙ্গে এখনকার তেলের বাজারে সবচেয়ে বড় পরিবর্তনকারী যে একক ফ্যাক্টরটি কাজ করছে, সেটি হলো যুক্তরাষ্ট্র পর্যাপ্ত পরিমাণে তেল মজুত করেছে। যুক্তরাষ্ট্র এখন আর মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের ওপর নির্ভর করে না। অতীতের রীতি আসলেই পরিবর্তন হয়েছে।

গত সেপ্টেম্বরে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল প্ল্যান্টে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার ঘটনা এর ভালো উদাহরণ। তিনি বলেন, সেটাই ছিল এ পর্যন্ত বিশ্ববাজারে তেল সরবরাহের ক্ষেত্রে বৃহত্তম আঘাত। তবে এতে বিশ্ববাজারে স্থায়ী কোনো প্রভাব পড়েনি। হামলার দিন বাজারে তেলের দাম প্রতি ব্যারেলে ১০ ডলার বাড়লেও পরে সেটি স্বাভাবিক হয়ে যায়।

Kasem

সেই সময় ইরান এবং যুক্তরাষ্ট্রের তীব্র বাগবিতণ্ডা ও তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এ ঘোষণার ১৫ দিন পরই প্রতি ব্যারেল তেলের দাম কমে ৬০ ডলারে ঠেকে। কিন্তু বর্তমানে রাজনৈতিক বাগবিতণ্ডা ও উত্তেজনায় তেলের দাম ওঠা-নামা করতে পারে। এর কারণ আরও অনেক দেশ বিশেষ করে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এখন বিশ্ববাজারে তেল সরবরাহ করছে।

বিশ্বের জ্বালানি তেলের রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। সংগঠনটি বিশ্ববাজারে তেল সরবরাহের বেশিরভাগ নিয়ন্ত্রণ করতো। সংগঠনটি এখন আর আগের মতো নেই। মাইকেল ওয়াইডমার বলেন, ওপেক তেলের উৎপাদন কমিয়ে দিলে তা অন্য দেশগুলোর উৎপাদন বৃদ্ধির জন্য সুযোগ তৈরি করে।

উড ম্যাকেঞ্জি বিপণন ও গবেষণা দলের প্রধান অ্যালান গেলডার বলেন, ওপেক এক সময় বিশ্বের অর্ধেক তেল উৎপাদন করতো। কিন্তু বর্তমানে তা এক-তৃতীয়াংশে নেমে এসেছে। ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের সময় বিশ্বে তেল আসতো দুটি জায়গা থেকে। তখন তেল আসতো ওপেক থেকে অথবা তেল উৎপাদনের জন্য ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত উত্তর সাগর থেকে।

গেলডার বলেন, ৪০ বছর আগে তেলের সন্ধান এবং সাগর থেকে উত্তোলন ছিল অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ কাজ। তখন সবেমাত্র পণ্যসামগ্রীর বাজার স্থিতিশীল হতে শুরু করেছে। কিন্তু এখন বাজারে আরও অনেক অংশীদার। তিনি বলেন, পাঁচ বছর আগের তুলনায় এখন সহজেই আরও বেশি তথ্য পাওয়া যায়।

iran

সৌদি আরবের তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে গত সেপ্টেম্বরে যখন হামলা হয়, তখন স্যাটেলাইটে পাওয়া ছবিতে দেখা যায়, ওই প্ল্যান্টে দ্রুতই তেলের উৎপাদন শুরু হয়েছে। সেখান থেকে তেল নিয়ে বন্দর ছাড়ছে জাহাজগুলো।

গেলডার বলেন, অতীতে এ ধরনের ঘটনার পর কী ঘটছে সেটা জানার জন্য একে অপরের সঙ্গে আলাপ আলোচনা ও জানার চেষ্টা করতো। কিন্তু এখন মুহূর্তের মধ্যেই যেকোনো বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে। সঙ্কটকালীন সেই মুহূর্তে ওপেক এবং রাশিয়ার মতো দেশগুলো তেলের উৎপাদন বেশি করতে রাজি হয়।

যে কারণে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনায় যদি বিশ্বে আরেকটি যুদ্ধ শুরু হয় তাহলে তেলের দামে কী ঘটবে সেটি বিশেষভাবে জানা কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পাল্টা প্রতিশোধের আশঙ্কায় তেলের দাম সাময়িক বাড়তে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের সিটিব্যাংকের বিশ্লেষকরা।

তারা বলছেন, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানির পাইপলাইনে কিংবা নতুন তেলক্ষেত্র অনুসন্ধানের জন্য পশ্চিমা বিশ্ব অথবা মার্কিন তেল কোম্পানির বিনিয়োগের ওপর যদি হামলা হয়, তাহলে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেতে পারে। ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা প্রশমনে কোনো ধরনের সমাধান হয়ে গেলে তেলের দাম কমে যাবে।

সূত্র : বিবিসি।

এসআইএস/পিআর

টাইমলাইন

  1. ০৬:৪১ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার নীল নকশাকারী বিমান দুর্ঘটনায় নিহত
  2. ০৮:২৩ এএম, ২৫ জানুয়ারি ২০২০ ইরানের হামলায় মাথায় আঘাত পেয়েছেন ৩৪ মার্কিন সেনা
  3. ১০:৪৪ এএম, ২১ জানুয়ারি ২০২০ ক্ষমতায় বসেই সোলেইমানি হত্যার বদলার ঘোষণা কুদস প্রধানের
  4. ০৮:১৮ এএম, ২১ জানুয়ারি ২০২০ বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ৩ দফা রকেট হামলা
  5. ১২:৩৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ ইরাকে সামরিক ঘাঁটিতে রকেট হামলা
  6. ০৪:৫৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ ইরানে বিমান বিধ্বস্তে ট্রাম্পকে দায়ী করলেন ট্রুডো
  7. ০৯:২৮ এএম, ১৪ জানুয়ারি ২০২০ সোলেইমানিকে ১ নম্বর সন্ত্রাসী বললেন ট্রাম্প
  8. ০৬:০৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় মাথাব্যথা চীনের, উ কোরিয়ার সুযোগ?
  9. ০১:০৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ মধ্যপ্রাচ্যে ঐক্যের ডাক আয়াতুল্লাহ খামেনির
  10. ১২:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ উত্তেজনা অবসানে রাজি ইরান, জানালেন কাতারের আমির
  11. ১২:১৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ ‘ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি’
  12. ১১:০১ এএম, ১৩ জানুয়ারি ২০২০ ইরানের সঙ্গে সংঘাত বিশ্বের শান্তি নষ্ট করবে : শিনজো আবে
  13. ০৪:৪৪ পিএম, ১২ জানুয়ারি ২০২০ ইরানের ভয়ে আমিরাত সফর বাতিল করলেন ইসরায়েলি মন্ত্রী
  14. ০৩:৪২ পিএম, ১২ জানুয়ারি ২০২০ ইরানে যাচ্ছেন কাতারের আমির
  15. ০১:৫৭ পিএম, ১২ জানুয়ারি ২০২০ ১৮ মাসের পরিকল্পনায় সোলেইমানিকে হত্যা
  16. ১০:১২ এএম, ১২ জানুয়ারি ২০২০ ভুলবশত বিমান ভূপাতিত, ইরানে বিক্ষোভ
  17. ০৯:১৫ এএম, ১২ জানুয়ারি ২০২০ ইরাকে ইরানপন্থি মিলিশিয়া কমান্ডার নিহত
  18. ০৯:০০ এএম, ১২ জানুয়ারি ২০২০ ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূত আটক
  19. ০৮:৫৬ এএম, ১২ জানুয়ারি ২০২০ ইরানকে ক্ষমা চাইতে বললেন ট্রুডো
  20. ০৮:৪৪ এএম, ১২ জানুয়ারি ২০২০ মহাশয়তানের বিরুদ্ধে সংগ্রাম চলবে : সোলেইমানির মেয়ে
  21. ০৩:৫১ পিএম, ১০ জানুয়ারি ২০২০ ২-১ বছরের মধ্যেই পরমাণু অস্ত্রধারী হয়ে উঠতে পারে ইরান!
  22. ০১:১৭ পিএম, ১০ জানুয়ারি ২০২০ সোলেইমানির মুখ ফুটে উঠল সেনাদের প্যারেডে
  23. ১১:১০ এএম, ১০ জানুয়ারি ২০২০ বিমান বিধ্বস্তের আনুষ্ঠানিক তদন্তে বোয়িংকে আমন্ত্রণ ইরানের
  24. ১০:৩৫ এএম, ১০ জানুয়ারি ২০২০ ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিধ্বস্ত, ট্রুডো বলছেন অনিচ্ছাকৃত
  25. ০৯:২০ এএম, ১০ জানুয়ারি ২০২০ ইরানের সঙ্গে যুদ্ধ-ক্ষমতা খর্ব হলো ট্রাম্পের
  26. ০৮:৪৫ এএম, ১০ জানুয়ারি ২০২০ কয়েক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত ছিল ইরানের
  27. ০৭:২৭ পিএম, ০৯ জানুয়ারি ২০২০ সোলেইমানির মৃত্যু ইরানের জন্য আশীর্বাদ
  28. ০১:১৪ পিএম, ০৯ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যা, জাতিসংঘে নিজেদের পক্ষে সাফাই গাইল যুক্তরাষ্ট্র
  29. ১০:৫৮ এএম, ০৯ জানুয়ারি ২০২০ তেল আবিবে চিকিৎসা নিচ্ছেন ইরানি হামলায় আহত মার্কিন সেনারা
  30. ১০:১৯ এএম, ০৯ জানুয়ারি ২০২০ মধ্যপ্রাচ্যে রণ দামামা
  31. ১০:১৬ এএম, ০৯ জানুয়ারি ২০২০ ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমাতে প্রতিনিধি পরিষদে ভোট
  32. ০৯:২৭ এএম, ০৯ জানুয়ারি ২০২০ যুদ্ধের দামামা খরচ বাড়াল আকাশপথে
  33. ০৪:৫০ এএম, ০৯ জানুয়ারি ২০২০ ইরাকে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট হামলা
  34. ০৩:০১ এএম, ০৯ জানুয়ারি ২০২০ ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র বানাতে দেব না : ট্রাম্প
  35. ০১:৪৭ এএম, ০৯ জানুয়ারি ২০২০ স্যাটেলাইট ইমেজে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  36. ০১:০৬ এএম, ০৯ জানুয়ারি ২০২০ সামরিক শক্তি নয়, ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা
  37. ১০:৫২ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ যুদ্ধ নয় শান্তি চাই : ট্রাম্প
  38. ০৯:০০ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের পা কেটে দেয়া হবে : রুহানি
  39. ০৮:০৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের খবর
  40. ০৭:৫১ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের হামলা কি দু’পক্ষকেই তুষ্ট করেছে?
  41. ০৭:২২ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব: ভয়ে আছেন মেসি-সুয়ারেজরা
  42. ০৭:১৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের হামলায় কি বড় যুদ্ধের সূচনা হবে?
  43. ০৬:৪৫ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের টার্গেটে যুক্তরাষ্ট্রের ‘১৪০’ স্থাপনা
  44. ০৬:১৩ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ হামলার আগে ইরাককে জানিয়েছিল ইরান
  45. ০৪:৩২ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত হয়নি : যুক্তরাষ্ট্র
  46. ০৪:০২ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ৫২ যুদ্ধবিমানের মহড়া যুক্তরাষ্ট্রের, ইরানে হামলার প্রস্তুতি
  47. ০৩:৪৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ এই হামলা যুক্তরাষ্ট্রের মুখে চপেটাঘাত : খামেনি
  48. ০৩:২৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ সোলেইমানির জানাজায় পদদলনে নিহত বেড়ে ৫৬
  49. ০২:৩১ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাকে ব্যর্থ হয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
  50. ০২:১৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের হামলায় কোনো ইরাকি সৈন্য হতাহত হয়নি
  51. ০১:৪০ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাকে প্রতিশোধের হামলার পর সোলেইমানির দাফন
  52. ০১:৩১ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ‘ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র’
  53. ০১:০৩ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাক ভ্রমণে ভারত-পাকিস্তান-ফিলিপাইনের সতকর্তা
  54. ১২:৩৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় নিহত ৮০, দাবি ইরানের
  55. ১১:৫৯ এএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাক থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে কানাডা
  56. ১১:২৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ আমরা যুদ্ধ চাই না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  57. ১০:১৫ এএম, ০৮ জানুয়ারি ২০২০ অল ইজ ওয়েল : ইরানের হামলার পর ট্রাম্পের টুইট
  58. ০৯:৪৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন ঘাঁটিতে হামলা : তেলের দাম ৪.৫ শতাংশ বৃদ্ধি
  59. ০৯:৩৭ এএম, ০৮ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার হুমকি ইরানের
  60. ০৯:০৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মধ্যপ্রাচ্যে বিমান চলাচলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  61. ০৮:৫৬ এএম, ০৮ জানুয়ারি ২০২০ সোলেইমানিকে হত্যার ‘কঠোর প্রতিশোধ’ নেয়া শুরু : ইরান
  62. ০৮:৪৯ এএম, ০৮ জানুয়ারি ২০২০ এবার ইসরায়েল আমিরাতে হামলার হুমকি ইরানের
  63. ০৮:৪৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ
  64. ০৮:২৫ এএম, ০৮ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার জবাব দেয়ার পক্ষে তুরস্ক
  65. ০৮:০৪ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন ঘাঁটিতে এক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় হামলা ইরানের
  66. ০৭:২৫ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ‘শহীদ সোলেইমানি’ হামলা
  67. ০৭:০৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  68. ০৬:৪৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার নীলনকশা ও ৫৫০ কোটির মার্কিন ড্রোন
  69. ০৬:২৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ প্রতিশোধের ১৩ রূপরেখা, দুর্বলটিও হবে ঐতিহাসিক দুঃস্বপ্ন : ইরান
  70. ০৬:১৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্র ড্রোন পাঠিয়ে আমাকেও নিশানা করতে পারে : মাহাথির
  71. ০৩:৫২ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ সোলেইমানির জানাজায় পদদলিত হয়ে নিহত ৪০
  72. ০২:২০ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরাক থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে জার্মানি
  73. ০১:১৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ নিজের শহরে সমাহিত হবেন জেনারেল সোলেইমানি
  74. ১২:৩২ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ জারিফের জাতিসংঘে যাওয়া ঠেকাতে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র
  75. ১২:১২ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরানে হামলার প্রস্তুতি, ৬ বোমারু বিমান পাঠাচ্ছে পেন্টাগন
  76. ১১:৫৩ এএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র
  77. ১১:১১ এএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরানকে হুমকি দেবেন না : ট্রাম্পকে রুহানি
  78. ০৯:৪০ এএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরানে হামলার হুমকি, যুদ্ধাপরাধের দিকে যাচ্ছেন ট্রাম্প?
  79. ০৬:৪৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ করলো ইরাক
  80. ০৩:৩৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ সোলেইমানির জানাজায় কান্নায় ভেঙে পড়লেন খামেনি
  81. ০১:৩৬ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের কালো অধ্যায় আসছে : সোলেইমানির মেয়ে
  82. ০১:৩৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ তেহরানে জনসমুদ্র, সোলেইমানির জানাজা পড়ালেন খামেনি
  83. ১২:৫৯ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ ‘মার্কিন সেনা ও কর্মকর্তারা দেশে ফিরবে কফিনে’
  84. ১১:২১ এএম, ০৬ জানুয়ারি ২০২০ হোয়াইট হাউসেও হামলা চালাতে পারি : ইরানি এমপি
  85. ১০:২৬ এএম, ০৬ জানুয়ারি ২০২০ ইরানি কনসার্ট থেকে ফেরার সময় আটক ৬০
  86. ০৯:২৯ এএম, ০৬ জানুয়ারি ২০২০ ট্রাম্পের মাথার জন্য ৮০ মিলিয়ন ডলার ঘোষণা
  87. ০৮:৫১ এএম, ০৬ জানুয়ারি ২০২০ আবারও বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা
  88. ০৮:৫৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ যেভাবে হত্যা করা হয় জেনারেল সোলেইমানিকে
  89. ০৭:০৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ সামরিক হত্যার ‘সামরিক জবাব’ দেবে ইরান
  90. ০৪:২৩ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ সোলেইমানির জন্য কাঁদছে ইরান, রাস্তায় লাখো জনতা
  91. ০৩:৩৩ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ এবার নতুন ধাঁচের অস্ত্র পাঠানোর হুমকি ট্রাম্পের
  92. ০১:৩৩ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ
  93. ০১:২৮ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ বিশ্বে আরেকটি যুদ্ধ হলে তেলের কী হবে?
  94. ১২:২৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ মসজিদে ‘যুদ্ধের ঝান্ডা’ উড়িয়ে দিল ইরান
  95. ১২:২১ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ মার্কিন ওয়েবসাইটে সাইবার হামলা ইরানের
  96. ১১:৩৬ এএম, ০৫ জানুয়ারি ২০২০ ইরানে পৌঁছেছে সোলেইমানির মরদেহ
  97. ১০:৪৭ এএম, ০৫ জানুয়ারি ২০২০ ইরাকি বাহিনীকে মার্কিন ঘাঁটি থেকে দূরে থাকতে সতর্কতা
  98. ০৯:২২ এএম, ০৫ জানুয়ারি ২০২০ ইরানের ৫২ স্থানে হামলার হুমকি ট্রাম্পের
  99. ০৮:৪৯ এএম, ০৫ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যা, কেমন প্রতিশোধ নেবে ইরান?
  100. ০৯:০৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যাকাণ্ডে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা কতটুকু?
  101. ০৬:৫৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ ইরাক ইরান ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা
  102. ০৪:৩৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ বাগদাদে ইরানি জেনারেলের জানাজায় হাজারও মানুষের ঢল
  103. ০১:৫৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ সামরিক সক্ষমতায় কতটা শক্তিশালী ইরান?
  104. ০১:৪৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ শনিবারের হামলা যুক্তরাষ্ট্র চালায়নি, দাবি মুখপাত্রের
  105. ০১:৩৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ সোলেইমানি দিল্লিতেও হামলার পরিকল্পনা করেছিল : ট্রাম্প
  106. ১২:১১ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের দুই বড় শহরে হামলা আতঙ্ক
  107. ১০:৪৭ এএম, ০৪ জানুয়ারি ২০২০ যেকোনো পরিণতির দায় যুক্তরাষ্ট্রের : জাতিসংঘকে ইরান
  108. ১০:০০ এএম, ০৪ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যাকাণ্ডে পুতিনের উদ্বেগ
  109. ০৯:২৮ এএম, ০৪ জানুয়ারি ২০২০ আরেকটি যুদ্ধের ধকল সামলানো সম্ভব নয় : গুতেরেস
  110. ০৯:০৭ এএম, ০৪ জানুয়ারি ২০২০ সোলেইমানির বাড়িতে সর্বোচ্চ নেতা খামেনি
  111. ০৮:৪০ এএম, ০৪ জানুয়ারি ২০২০ ইরাকে ফের মার্কিন বিমান হামলা, নিহত ৬
  112. ০২:৩৯ এএম, ০৪ জানুয়ারি ২০২০ মধ্যপ্রাচ্যে আরও ৩০০০ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  113. ১২:৪৯ এএম, ০৪ জানুয়ারি ২০২০ ইরা‌নি জেনা‌রেল হত্যার প্র‌তিবা‌দে কাশ্মী‌রে ব্যাপক বি‌ক্ষোভ
  114. ১২:৩৫ এএম, ০৪ জানুয়ারি ২০২০ যু্দ্ধের প্রস্তুতি : আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করেছে ইরান
  115. ০৯:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানিকে যে কারণে হত্যার নির্দেশ ট্রাম্পের
  116. ০৯:৩২ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানির রক্তের বদলা নেয়া হবে : আইআরজিসি
  117. ০৮:৫১ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলাইমানিকে হত্যার নির্দেশের পর আলোচনায় বসতে চান ট্রাম্প!
  118. ০৬:২৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সতর্কতায় ইসরায়েলি সেনারা, সফর ছেঁটে দেশে ফিরছেন নেতানিয়াহু
  119. ০৫:৫৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ একটি হত্যাকাণ্ডে পাল্টে গেল মধ্যপ্রাচ্যের চিত্র
  120. ০৫:০৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানির পদে নিয়োগ পেলেন ইসমাইল কানি
  121. ০৪:৩৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানির ওপর হামলা : এক সপ্তাহের ঘটনাক্রম
  122. ০৪:২০ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ ‘এই হত্যা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্ট উদাহরণ’
  123. ০৪:১৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ জেনারেল সোলেইমানি হত্যায় ভয়াবহ যুদ্ধের শঙ্কা
  124. ০৩:৫৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগের নির্দেশ
  125. ০৩:১৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার ভয়ঙ্কর প্রতিশোধ নেবে ইরান : খামেনি
  126. ০২:৪৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ জেনারেল সোলেইমানি কে ছিলেন?
  127. ০২:০৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানির মৃত্যুর খবরে খুশি ইরাকিরা : মার্কিন মন্ত্রীর টুইট
  128. ১২:০৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ ইরানি জেনারেল হত্যার পর তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি
  129. ১১:০৫ এএম, ০৩ জানুয়ারি ২০২০ ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র : ইরান
  130. ১০:০৮ এএম, ০৩ জানুয়ারি ২০২০ ট্রাম্পের নির্দেশেই জেনারেল সোলেইমানিকে হত্যা
  131. ০৮:৪৬ এএম, ০৩ জানুয়ারি ২০২০ ইরাকে রকেট হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধানসহ নিহত ৮