ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সোলেইমানি হত্যাকাণ্ডে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা কতটুকু?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২০

বিমান হামলা চালিয়ে শুক্রবার ইরানের সামরিক বাহিনীর কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। সোলেইমানি মধ্যপ্রাচ্যে ইরানের বিভিন্ন সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এখন তার হত্যাকাণ্ডের মাধ্যমে এ অঞ্চলে তেহরান এবং ওয়াশিংটনের উত্তেজনা আরও বাড়ল।

যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের অর্থ কি? সেই প্রশ্নের উত্তর জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিরক্ষা ও কূটনৈতিকবিষয়ক প্রতিবেদক জোনাথন মার্কাস।

এ হত্যাকাণ্ড কীভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা বাড়িয়ে তুলতে পারে?

সোলেইমানি হত্যাকাণ্ডকে কেউ কেউ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বর্ণনা করেছেন। তাদের এই বলাটাকে অত্যধিক হিসেবে নেয়া কিংবা গুরুত্ব না দেয়া উভয়ই তাৎপর্যপূর্ণ। তবে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াবে না। এ ধরনের সংঘাতে যারা ক্রীড়ানক হিসেবে ভূমিকা পালন করতে পারে; যেমন রাশিয়া এবং চীন। তারা এই নাটকের তাৎপর্যপূর্ণ খেলোয়াড় নয়।

তবে এ নাটকে মধ্যপ্রাচ্য এবং ওয়াশিংটনের ভূমিকা সংজ্ঞায়িত করার মতো এক ধরনের মুহূর্ত তৈরি হতে পারে। ইরান এ ঘটনায় প্রত্যাশিতভাবে উল্লেখযোগ্য কোনো প্রতিশোধ নিতে পারে এবং এটি মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মতো একটি চক্রের দিকে নিয়ে যেতে পারে। যার পরিণতিতে দুটি দেশ একেবারে সর্বাত্মক সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছতেও পারে।

solaimani-1

ইরানের প্রতিশোধমূলক প্রতিক্রিয়া অবশ্যই এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থের ওপর হতে পারে। একই সঙ্গে ইরান নিজের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করে এমন যেকোনো মার্কিন স্বার্থের ওপরও আঘাত হানতে পারে।

আন্তর্জাতিক আইনে কাউকে হত্যা কি বৈধ?

যুক্তরাষ্ট্র যুক্তি দিচ্ছে, সোলেইমানি ইরাকে মার্কিন বাহিনীর ওপর হামলার জন্য দায়ী। ইরাকের বর্তমান ক্ষমতাসীন সরকারের অনুরোধে মার্কিন সেনারা সেখানে ছিল। সোলেইমানি এমন একজন ব্যক্তি; ওয়াশিংটন যাকে মনে করে যে, অনেক মার্কিন সৈন্যের রক্তের দাগ তার হাতে রয়েছে। অন্যদিকে সোলেইমানি নেতৃত্বাধীন ইরানের কুদস ফোর্সকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। সুতরাং তাকে হত্যার ঘটনাকে যুক্তরাষ্ট্র বৈধ হিসেবে হাজির করতে পারে।

কিন্তু প্রখ্যাত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নটর ডেম ল’ স্কুলের অধ্যাপক ম্যারি এলেন ও কনেল এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তার মতে, আগ বাড়িয়ে আত্মরক্ষার নামে কোনো হত্যাকাণ্ড আইনি বিচারে বৈধ হিসেবে পার পেতে পারে না। এটা হতে পারে না। জাতিসংঘ সনদের এ সংক্রান্ত আইনে বলা হয়েছে, প্রকৃত এবং মৌলিক সশস্ত্র হামলার জবাবেই কেবল আত্মরক্ষাকে অধিকার হিসেবে বিবেচনা করা যেতে পারে।

তিনি বলেন, বাগদাদে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে তেহরারে সশস্ত্র হামলার জবাবে ছিল না। ইরান যুক্তরাষ্ট্রের সার্বভৌম ভূখণ্ডের কোথাও আক্রমণ চালায়নি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র শুধু একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডই ঘটায়নি বরং তারা ইরাকের ভেতরে বেআইনি হামলা পরিচালনা করেছে।

কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডে জাতিসংঘের অবস্থান কি?

বিভিন্ন বিশেষজ্ঞের মতামতের বাইরে এ হত্যাকাণ্ড ঘিরে জাতিসংঘের দৃষ্টিভঙ্গি কি হবে তা আসলেই বলা মুশকিল। এর মাধ্যমে আসলে কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দৃষ্টিভঙ্গি বোঝায়? যদি তাই হয়, তাহলে নিরাপত্তা পরিষদের অবস্থান এতে হবে বিভক্ত। কারণ একপক্ষ হত্যাকাণ্ডের বিপক্ষে গেলে অন্যপক্ষ হত্যাকাণ্ডের বৈধতার সাফাই গাইবে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনায় তিনি (জাতিসংঘ মহাসচিব) গভীরভাবে উদ্বিগ্ন। এটা এমন একটি মুহূর্ত, যেখানে বিশ্ব নেতাদের সর্বোচ্চ সংযম দেখানো জরুরি। উপসাগরীয় অঞ্চলে আরেকটি যুদ্ধের ভার বহনের সক্ষমতা বিশ্বের নেই

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের বিচার প্রক্রিয়া থেকে দৃষ্টি সরাতেই কি এই হত্যাকাণ্ড?

এ ধরনের অভিযোগ আনা কিংবা ধারণা পোষণ করা কঠিন কোনো কিছু নয়। কিন্তু দেশীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী বছরের সময়, তখন এ সিদ্ধান্ত দুটি চিন্তার ফসল হতে পারে। এক. সুযোগ এবং দুই. পরিস্থিতি।

solaimani-1

পরিস্থিতি দেখে এটা ধারণা করা যেতে পারে, ইরাকে সাম্প্রতিক সময়ে মার্কিন স্থাপনার ওপর আক্রমণ বৃদ্ধি এবং ভবিষ্যৎ হামলার আশঙ্কায় পেন্টাগন এ সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এ মুহূর্তে অর্থনৈতিকভাবে টানাপড়েনের মধ্যে থাকা ইরানের প্রতিক্রিয়া যে সর্বাত্মক হবে না; সেটিও সোলাইমানির ওপর হামলার মোক্ষম সুযোগ হিসেবে হাজির হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে।

নির্বাচনের বছরে এসে প্রেসিডেন্ট ট্রাম্পের মূল চিন্তার বিষয় ছিল এ অঞ্চলে মার্কিন প্রাণহানি এড়ানো। নাটকীয় এ হামলা বিভিন্নভাবে মনে হতে পারে যে, একজন প্রেসিডেন্ট কঠোর ভাষায় কথা বলছেন এবং পদক্ষেপ নেয়ার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন।

ইরানের পারমাণবিক জবাব দেয়ার কোনো ঝুঁকি আছে কি?

অথবা আদৌ ইরানের পারমাণবিক সক্ষমতা কি আছে? জোনাথন মার্কাস বলছেন, না। ইরানের পারমাণবিক কর্মসূচি নেই। যদিও দেশটির পারমাণবিক বিভিন্ন উপাদান রয়েছে; যার মাধ্যমে এ ধরনের কর্মসূচি চালিয়ে নিতে পারে। কিন্তু পারমাণবিক সক্ষমতার বিষয়টি প্রশ্নবিদ্ধ

ইরান সবসময় জোর দিয়ে বলেছে যে, তারা বোমা চায় না। কিন্তু ওয়াশিংটনের কর্মকাণ্ডে ক্রমবর্ধমান হতাশা থেকে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে তেহরানের পারমাণবিক যে চুক্তি রয়েছে; সেটি পরিত্যাগ করতে পারে ইরান। এটার সম্ভাবনা রয়েছে।

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পারমাণবিক চুক্তি থেকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেছে। অনেক বিশ্লেষক ইরানের ওপর চাপপ্রয়োগের কথা বলছেন। কিন্তু কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা ছাড়া এমন পদক্ষেপ ফলপ্রসূ হবে কিনা; সেটি আলোচনা সাপেক্ষ।

ইরাকে কি করেছে জেনারেল সোলেইমানি? এ ব্যাপারে ইরাকি সরকার কি বলছে?

ইরাকে এই সামরিক জেনারেলের কাজের বিষয়টি পরিষ্কার নয়। তবে ইরাকের বেশকিছু শিয়া মতাবলম্বী গোষ্ঠীর ওপর ইরানের সমর্থন রয়েছে। মার্কিন হামলায় জেনারেল সুলেইমানির সঙ্গে মারা গেছেন ইরাকের শিয়া মিলিশিয়া গ্রুপ কাটাইব হেজবুল্লাহর নেতা আবু মাহদি আল-মুহান্দিস। সম্প্রতি ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জন্য এই গোষ্ঠীকে দায়ী করে ওয়াশিংটন।

এ হামলার পর সবচেয়ে কঠিন পরিস্থিতিতে রয়েছে ইরাকি সরকার। দেশটির সরকার উভয় দেশের (যুক্তরাষ্ট্র এবং ইরান) মিত্র। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে ইরাক সরকারের অনুরোধে সেখানে সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। এতে বিশদ পরিসরে সহায়তা করছে বাগদাদের ক্ষমতাসীন সরকার।

দেশের ভেতরে মার্কিন স্থাপনায় মিলিশিয়াদের সাম্প্রতিক হামলা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে ইরাক সরকার। মিলিশিয়াদের ওপর হামলার ঘটনায় নিন্দাও জানিয়েছিল ইরাক সরকার। একই সঙ্গে তারা বলেছিল, ঘাঁটি রক্ষায় যুক্তরাষ্ট্র এই মিলিশিয়াদের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নেবে।

solaimani-1

ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয় কাসেম সোলেইমানি হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে। জেনারেল সোলেইমানি এবং মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে শহীদ হিসেবে আখ্যা দিয়ে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের কৃতিত্বের কথা স্বীকার করেছে। ইরাকি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র কী ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে; সেই চুক্তির শর্ত লঙ্ঘিত হয়েছে বলেও জানিয়েছে দেশটির সরকার।

ইরাকে যুক্তরাষ্ট্র এবং ইরানের কাজ কি?

ইরাকের শিয়া নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারে ঘনিষ্ঠ মিত্র ইরান। এছাড়া দেশটিতে মূল ক্রীড়ানকের ভূমিকাও পালন করছে তেহরান। ইরাকের বেশকিছু সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গে কাজ করছে ইরান। ইরাকে যুক্তরাষ্ট্রের অন্তত ৫ হাজার সৈন্য রয়েছে।

দেশটিতে আইএসকে পরাজিত করার লড়াইয়ে ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ এবং পরামর্শ দিচ্ছে মার্কিন সৈন্যরা। মূলত, বাইরের এই দুই খেলোয়াড় ইরাকের ভেতরে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে।

এসআইএস/এমকেএইচ

টাইমলাইন

  1. ০৬:৪১ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার নীল নকশাকারী বিমান দুর্ঘটনায় নিহত
  2. ০৮:২৩ এএম, ২৫ জানুয়ারি ২০২০ ইরানের হামলায় মাথায় আঘাত পেয়েছেন ৩৪ মার্কিন সেনা
  3. ১০:৪৪ এএম, ২১ জানুয়ারি ২০২০ ক্ষমতায় বসেই সোলেইমানি হত্যার বদলার ঘোষণা কুদস প্রধানের
  4. ০৮:১৮ এএম, ২১ জানুয়ারি ২০২০ বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ৩ দফা রকেট হামলা
  5. ১২:৩৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ ইরাকে সামরিক ঘাঁটিতে রকেট হামলা
  6. ০৪:৫৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ ইরানে বিমান বিধ্বস্তে ট্রাম্পকে দায়ী করলেন ট্রুডো
  7. ০৯:২৮ এএম, ১৪ জানুয়ারি ২০২০ সোলেইমানিকে ১ নম্বর সন্ত্রাসী বললেন ট্রাম্প
  8. ০৬:০৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় মাথাব্যথা চীনের, উ কোরিয়ার সুযোগ?
  9. ০১:০৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ মধ্যপ্রাচ্যে ঐক্যের ডাক আয়াতুল্লাহ খামেনির
  10. ১২:৪৮ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ উত্তেজনা অবসানে রাজি ইরান, জানালেন কাতারের আমির
  11. ১২:১৪ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ ‘ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি’
  12. ১১:০১ এএম, ১৩ জানুয়ারি ২০২০ ইরানের সঙ্গে সংঘাত বিশ্বের শান্তি নষ্ট করবে : শিনজো আবে
  13. ০৪:৪৪ পিএম, ১২ জানুয়ারি ২০২০ ইরানের ভয়ে আমিরাত সফর বাতিল করলেন ইসরায়েলি মন্ত্রী
  14. ০৩:৪২ পিএম, ১২ জানুয়ারি ২০২০ ইরানে যাচ্ছেন কাতারের আমির
  15. ০১:৫৭ পিএম, ১২ জানুয়ারি ২০২০ ১৮ মাসের পরিকল্পনায় সোলেইমানিকে হত্যা
  16. ১০:১২ এএম, ১২ জানুয়ারি ২০২০ ভুলবশত বিমান ভূপাতিত, ইরানে বিক্ষোভ
  17. ০৯:১৫ এএম, ১২ জানুয়ারি ২০২০ ইরাকে ইরানপন্থি মিলিশিয়া কমান্ডার নিহত
  18. ০৯:০০ এএম, ১২ জানুয়ারি ২০২০ ইরানে ব্রিটিশ রাষ্ট্রদূত আটক
  19. ০৮:৫৬ এএম, ১২ জানুয়ারি ২০২০ ইরানকে ক্ষমা চাইতে বললেন ট্রুডো
  20. ০৮:৪৪ এএম, ১২ জানুয়ারি ২০২০ মহাশয়তানের বিরুদ্ধে সংগ্রাম চলবে : সোলেইমানির মেয়ে
  21. ০৩:৫১ পিএম, ১০ জানুয়ারি ২০২০ ২-১ বছরের মধ্যেই পরমাণু অস্ত্রধারী হয়ে উঠতে পারে ইরান!
  22. ০১:১৭ পিএম, ১০ জানুয়ারি ২০২০ সোলেইমানির মুখ ফুটে উঠল সেনাদের প্যারেডে
  23. ১১:১০ এএম, ১০ জানুয়ারি ২০২০ বিমান বিধ্বস্তের আনুষ্ঠানিক তদন্তে বোয়িংকে আমন্ত্রণ ইরানের
  24. ১০:৩৫ এএম, ১০ জানুয়ারি ২০২০ ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিধ্বস্ত, ট্রুডো বলছেন অনিচ্ছাকৃত
  25. ০৯:২০ এএম, ১০ জানুয়ারি ২০২০ ইরানের সঙ্গে যুদ্ধ-ক্ষমতা খর্ব হলো ট্রাম্পের
  26. ০৮:৪৫ এএম, ১০ জানুয়ারি ২০২০ কয়েক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত ছিল ইরানের
  27. ০৭:২৭ পিএম, ০৯ জানুয়ারি ২০২০ সোলেইমানির মৃত্যু ইরানের জন্য আশীর্বাদ
  28. ০১:১৪ পিএম, ০৯ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যা, জাতিসংঘে নিজেদের পক্ষে সাফাই গাইল যুক্তরাষ্ট্র
  29. ১০:৫৮ এএম, ০৯ জানুয়ারি ২০২০ তেল আবিবে চিকিৎসা নিচ্ছেন ইরানি হামলায় আহত মার্কিন সেনারা
  30. ১০:১৯ এএম, ০৯ জানুয়ারি ২০২০ মধ্যপ্রাচ্যে রণ দামামা
  31. ১০:১৬ এএম, ০৯ জানুয়ারি ২০২০ ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমাতে প্রতিনিধি পরিষদে ভোট
  32. ০৯:২৭ এএম, ০৯ জানুয়ারি ২০২০ যুদ্ধের দামামা খরচ বাড়াল আকাশপথে
  33. ০৪:৫০ এএম, ০৯ জানুয়ারি ২০২০ ইরাকে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট হামলা
  34. ০৩:০১ এএম, ০৯ জানুয়ারি ২০২০ ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র বানাতে দেব না : ট্রাম্প
  35. ০১:৪৭ এএম, ০৯ জানুয়ারি ২০২০ স্যাটেলাইট ইমেজে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  36. ০১:০৬ এএম, ০৯ জানুয়ারি ২০২০ সামরিক শক্তি নয়, ইরানের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা
  37. ১০:৫২ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ যুদ্ধ নয় শান্তি চাই : ট্রাম্প
  38. ০৯:০০ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের পা কেটে দেয়া হবে : রুহানি
  39. ০৮:০৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের খবর
  40. ০৭:৫১ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের হামলা কি দু’পক্ষকেই তুষ্ট করেছে?
  41. ০৭:২২ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরান-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব: ভয়ে আছেন মেসি-সুয়ারেজরা
  42. ০৭:১৭ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের হামলায় কি বড় যুদ্ধের সূচনা হবে?
  43. ০৬:৪৫ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের টার্গেটে যুক্তরাষ্ট্রের ‘১৪০’ স্থাপনা
  44. ০৬:১৩ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ হামলার আগে ইরাককে জানিয়েছিল ইরান
  45. ০৪:৩২ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত হয়নি : যুক্তরাষ্ট্র
  46. ০৪:০২ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ৫২ যুদ্ধবিমানের মহড়া যুক্তরাষ্ট্রের, ইরানে হামলার প্রস্তুতি
  47. ০৩:৪৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ এই হামলা যুক্তরাষ্ট্রের মুখে চপেটাঘাত : খামেনি
  48. ০৩:২৬ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ সোলেইমানির জানাজায় পদদলনে নিহত বেড়ে ৫৬
  49. ০২:৩১ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাকে ব্যর্থ হয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
  50. ০২:১৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরানের হামলায় কোনো ইরাকি সৈন্য হতাহত হয়নি
  51. ০১:৪০ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাকে প্রতিশোধের হামলার পর সোলেইমানির দাফন
  52. ০১:৩১ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ‘ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র’
  53. ০১:০৩ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাক ভ্রমণে ভারত-পাকিস্তান-ফিলিপাইনের সতকর্তা
  54. ১২:৩৪ পিএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় নিহত ৮০, দাবি ইরানের
  55. ১১:৫৯ এএম, ০৮ জানুয়ারি ২০২০ ইরাক থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে কানাডা
  56. ১১:২৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ আমরা যুদ্ধ চাই না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  57. ১০:১৫ এএম, ০৮ জানুয়ারি ২০২০ অল ইজ ওয়েল : ইরানের হামলার পর ট্রাম্পের টুইট
  58. ০৯:৪৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন ঘাঁটিতে হামলা : তেলের দাম ৪.৫ শতাংশ বৃদ্ধি
  59. ০৯:৩৭ এএম, ০৮ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার হুমকি ইরানের
  60. ০৯:০৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মধ্যপ্রাচ্যে বিমান চলাচলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  61. ০৮:৫৬ এএম, ০৮ জানুয়ারি ২০২০ সোলেইমানিকে হত্যার ‘কঠোর প্রতিশোধ’ নেয়া শুরু : ইরান
  62. ০৮:৪৯ এএম, ০৮ জানুয়ারি ২০২০ এবার ইসরায়েল আমিরাতে হামলার হুমকি ইরানের
  63. ০৮:৪৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ
  64. ০৮:২৫ এএম, ০৮ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার জবাব দেয়ার পক্ষে তুরস্ক
  65. ০৮:০৪ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন ঘাঁটিতে এক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় হামলা ইরানের
  66. ০৭:২৫ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ‘শহীদ সোলেইমানি’ হামলা
  67. ০৭:০৩ এএম, ০৮ জানুয়ারি ২০২০ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  68. ০৬:৪৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার নীলনকশা ও ৫৫০ কোটির মার্কিন ড্রোন
  69. ০৬:২৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ প্রতিশোধের ১৩ রূপরেখা, দুর্বলটিও হবে ঐতিহাসিক দুঃস্বপ্ন : ইরান
  70. ০৬:১৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্র ড্রোন পাঠিয়ে আমাকেও নিশানা করতে পারে : মাহাথির
  71. ০৩:৫২ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ সোলেইমানির জানাজায় পদদলিত হয়ে নিহত ৪০
  72. ০২:২০ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরাক থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে জার্মানি
  73. ০১:১৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ নিজের শহরে সমাহিত হবেন জেনারেল সোলেইমানি
  74. ১২:৩২ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ জারিফের জাতিসংঘে যাওয়া ঠেকাতে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র
  75. ১২:১২ পিএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরানে হামলার প্রস্তুতি, ৬ বোমারু বিমান পাঠাচ্ছে পেন্টাগন
  76. ১১:৫৩ এএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র
  77. ১১:১১ এএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরানকে হুমকি দেবেন না : ট্রাম্পকে রুহানি
  78. ০৯:৪০ এএম, ০৭ জানুয়ারি ২০২০ ইরানে হামলার হুমকি, যুদ্ধাপরাধের দিকে যাচ্ছেন ট্রাম্প?
  79. ০৬:৪৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ করলো ইরাক
  80. ০৩:৩৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ সোলেইমানির জানাজায় কান্নায় ভেঙে পড়লেন খামেনি
  81. ০১:৩৬ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের কালো অধ্যায় আসছে : সোলেইমানির মেয়ে
  82. ০১:৩৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ তেহরানে জনসমুদ্র, সোলেইমানির জানাজা পড়ালেন খামেনি
  83. ১২:৫৯ পিএম, ০৬ জানুয়ারি ২০২০ ‘মার্কিন সেনা ও কর্মকর্তারা দেশে ফিরবে কফিনে’
  84. ১১:২১ এএম, ০৬ জানুয়ারি ২০২০ হোয়াইট হাউসেও হামলা চালাতে পারি : ইরানি এমপি
  85. ১০:২৬ এএম, ০৬ জানুয়ারি ২০২০ ইরানি কনসার্ট থেকে ফেরার সময় আটক ৬০
  86. ০৯:২৯ এএম, ০৬ জানুয়ারি ২০২০ ট্রাম্পের মাথার জন্য ৮০ মিলিয়ন ডলার ঘোষণা
  87. ০৮:৫১ এএম, ০৬ জানুয়ারি ২০২০ আবারও বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা
  88. ০৮:৫৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ যেভাবে হত্যা করা হয় জেনারেল সোলেইমানিকে
  89. ০৭:০৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ সামরিক হত্যার ‘সামরিক জবাব’ দেবে ইরান
  90. ০৪:২৩ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ সোলেইমানির জন্য কাঁদছে ইরান, রাস্তায় লাখো জনতা
  91. ০৩:৩৩ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ এবার নতুন ধাঁচের অস্ত্র পাঠানোর হুমকি ট্রাম্পের
  92. ০১:৩৩ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ
  93. ০১:২৮ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ বিশ্বে আরেকটি যুদ্ধ হলে তেলের কী হবে?
  94. ১২:২৭ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ মসজিদে ‘যুদ্ধের ঝান্ডা’ উড়িয়ে দিল ইরান
  95. ১২:২১ পিএম, ০৫ জানুয়ারি ২০২০ মার্কিন ওয়েবসাইটে সাইবার হামলা ইরানের
  96. ১১:৩৬ এএম, ০৫ জানুয়ারি ২০২০ ইরানে পৌঁছেছে সোলেইমানির মরদেহ
  97. ১০:৪৭ এএম, ০৫ জানুয়ারি ২০২০ ইরাকি বাহিনীকে মার্কিন ঘাঁটি থেকে দূরে থাকতে সতর্কতা
  98. ০৯:২২ এএম, ০৫ জানুয়ারি ২০২০ ইরানের ৫২ স্থানে হামলার হুমকি ট্রাম্পের
  99. ০৮:৪৯ এএম, ০৫ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যা, কেমন প্রতিশোধ নেবে ইরান?
  100. ০৯:০৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যাকাণ্ডে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা কতটুকু?
  101. ০৬:৫৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ ইরাক ইরান ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা
  102. ০৪:৩৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ বাগদাদে ইরানি জেনারেলের জানাজায় হাজারও মানুষের ঢল
  103. ০১:৫৮ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ সামরিক সক্ষমতায় কতটা শক্তিশালী ইরান?
  104. ০১:৪৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ শনিবারের হামলা যুক্তরাষ্ট্র চালায়নি, দাবি মুখপাত্রের
  105. ০১:৩৯ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ সোলেইমানি দিল্লিতেও হামলার পরিকল্পনা করেছিল : ট্রাম্প
  106. ১২:১১ পিএম, ০৪ জানুয়ারি ২০২০ যুক্তরাষ্ট্রের দুই বড় শহরে হামলা আতঙ্ক
  107. ১০:৪৭ এএম, ০৪ জানুয়ারি ২০২০ যেকোনো পরিণতির দায় যুক্তরাষ্ট্রের : জাতিসংঘকে ইরান
  108. ১০:০০ এএম, ০৪ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যাকাণ্ডে পুতিনের উদ্বেগ
  109. ০৯:২৮ এএম, ০৪ জানুয়ারি ২০২০ আরেকটি যুদ্ধের ধকল সামলানো সম্ভব নয় : গুতেরেস
  110. ০৯:০৭ এএম, ০৪ জানুয়ারি ২০২০ সোলেইমানির বাড়িতে সর্বোচ্চ নেতা খামেনি
  111. ০৮:৪০ এএম, ০৪ জানুয়ারি ২০২০ ইরাকে ফের মার্কিন বিমান হামলা, নিহত ৬
  112. ০২:৩৯ এএম, ০৪ জানুয়ারি ২০২০ মধ্যপ্রাচ্যে আরও ৩০০০ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  113. ১২:৪৯ এএম, ০৪ জানুয়ারি ২০২০ ইরা‌নি জেনা‌রেল হত্যার প্র‌তিবা‌দে কাশ্মী‌রে ব্যাপক বি‌ক্ষোভ
  114. ১২:৩৫ এএম, ০৪ জানুয়ারি ২০২০ যু্দ্ধের প্রস্তুতি : আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করেছে ইরান
  115. ০৯:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানিকে যে কারণে হত্যার নির্দেশ ট্রাম্পের
  116. ০৯:৩২ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানির রক্তের বদলা নেয়া হবে : আইআরজিসি
  117. ০৮:৫১ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলাইমানিকে হত্যার নির্দেশের পর আলোচনায় বসতে চান ট্রাম্প!
  118. ০৬:২৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সতর্কতায় ইসরায়েলি সেনারা, সফর ছেঁটে দেশে ফিরছেন নেতানিয়াহু
  119. ০৫:৫৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ একটি হত্যাকাণ্ডে পাল্টে গেল মধ্যপ্রাচ্যের চিত্র
  120. ০৫:০৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানির পদে নিয়োগ পেলেন ইসমাইল কানি
  121. ০৪:৩৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানির ওপর হামলা : এক সপ্তাহের ঘটনাক্রম
  122. ০৪:২০ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ ‘এই হত্যা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্ট উদাহরণ’
  123. ০৪:১৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ জেনারেল সোলেইমানি হত্যায় ভয়াবহ যুদ্ধের শঙ্কা
  124. ০৩:৫৬ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগের নির্দেশ
  125. ০৩:১৫ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানি হত্যার ভয়ঙ্কর প্রতিশোধ নেবে ইরান : খামেনি
  126. ০২:৪৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ জেনারেল সোলেইমানি কে ছিলেন?
  127. ০২:০৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ সোলেইমানির মৃত্যুর খবরে খুশি ইরাকিরা : মার্কিন মন্ত্রীর টুইট
  128. ১২:০৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২০ ইরানি জেনারেল হত্যার পর তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি
  129. ১১:০৫ এএম, ০৩ জানুয়ারি ২০২০ ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র : ইরান
  130. ১০:০৮ এএম, ০৩ জানুয়ারি ২০২০ ট্রাম্পের নির্দেশেই জেনারেল সোলেইমানিকে হত্যা
  131. ০৮:৪৬ এএম, ০৩ জানুয়ারি ২০২০ ইরাকে রকেট হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধানসহ নিহত ৮