ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কুন্দুজে হাসপাতালে মার্কিন বিমান হামলায় নিহত ৩

প্রকাশিত: ০৬:৪৫ এএম, ০৩ অক্টোবর ২০১৫

আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত কুন্দুজ শহরে এক হাসপাতালে মার্কিন বিমান হামলায় কমপক্ষে তিন কর্মচারী নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতের এ হামলায় আরো ৫০ কর্মচারী আহত হয়েছেন। হামলায়  হাসপাতাল ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।

কুন্দুজ শহরে একটি হাসপাতালে বিমান হামলা চালানো হয়েছে বলে মার্কিন বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত সোয়া দুইটার দিকে কুন্দুজের দাতব্য গোষ্ঠী মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) এর একটি হাসপাতালে মার্কিন বিমান হামলায় কমপক্ষে তিন কর্মচারী নিহত হয়েছে। এছাড়া ওই হামলায় আরো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছে।

কুন্দুজ শহরের নিয়ন্ত্রণ নিয়ে গত সপ্তাহ থেকে তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আফগান সরকারি বাহিনী। এদিকে, বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে আফগান বাহিনীকে সহায়তা করছে মার্কিন বাহিনী। এর আগে, তালেবান বিদ্রোহীরা কুন্দুজ দখল নেয়ার কথা জানায়। পরে দেশটির সেনাবাহিনী তালেবান বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে কুন্দুজ পুনর্দখলের দাবি জানায়। আফগান সেনাদের ওই হামলায় অন্তত ২০০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছিলো।

তবে তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, শহরটির বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ এখনো তাদের হাতে রয়েছে।

এক বিবৃতিতে এমএসএফ জানিয়েছে, হামলার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এতে আমাদের চার কর্মী এবং কয়েকজন রোগী প্রাণ হারিয়েছেন। এছাড়া হাসপাতাল ভবনটিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসআইএস/এমএস