ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দিল্লির তাপমাত্রা আরও কমেছে, কুয়াশায় ৫০০ ফ্লাইট বিলম্ব

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯

প্রচন্ড ঠান্ডায় কাপছে দিল্লি। কুয়াশার কারণে সড়ক, রেল ও আকাশপথে চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন ঘটেছে। কুয়াশার কারণে দিল্লির অদূরে নয়দায় একটি গাড়ি ডোবায় পড়ে শিশুসহ ছয়জন মারা গেছেন। দিল্লি থেকে চলাচল করা ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে, গতিপথ বদলাতে হয়েছে ২১টির আর ৫০০টি ফ্লাইট যথাসময়ে উড্ডয়ন করতে পারেনি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গতকালের ২ দশমিক ৮ ডিগ্রি থেকে কমে সোমবার সকালে রাজধানী শহর দিল্লির তাপমাত্রা ছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা হিমালয়ান প্রদেশ হিমাচলের রাজধানী সিমলার চেয়েও কম। সিমলার তাপমাত্রা এখন ৩ ডিগ্রি সেলসিয়াস।

দিল্লির বাতাসের অবস্থাও এখন ভয়াবহ। সোমবার সকালে দিল্লির বাতাসের যা অবস্থা ছিল তাতে করে এটাকে ‘গুরুতর’ ক্যাটাগরির আওতায় ফেলা হচ্ছে। আনন্দ বিহার নামের একটি সংস্থা দিল্লির বাতাসের মানসূচক (একিউআই) ৪৬২ বলে জানিয়েছে। এদিকে আরেক পর্যবেক্ষক সংস্থা ওখলা ফেস-২ সেন্টার বলছে, এই মান ছিল ৪৯৪।

কুয়াশার দাপটে চারপাশ দেখা না যাওয়ায় কমিউটার ট্রেন চলাচলে নানান সমস্যা দেখা দিচ্ছে। এদিকে সড়কপথে চলাচলকারী যানবাহনগুলোর গতি খুবই কম। সামনে কিছু দেখা না যাওয়ায় ধীরে গাড়ি চালাচ্ছেন চালকরা। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাবা আরোরা বলছেন, ‘রাস্তায় প্রচন্ড কুয়াশা। তাই আমাদের খুব ধীরে গাড়ি চালাতে হচ্ছে।’

কর্মকর্তারা বলছেন, দিল্লি বিমানবন্দরে বিমানগুলো ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস পদ্ধতিতে অবতরণ করছে। বিমান পরিবহন সংস্থাগুলো যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ তথ্য সবসময় জেনে রাখার নির্দেশনা দিয়েছে। দিল্লি বিমানবন্দরে এখন পর্যন্ত তিনটি বিমানের গতিপথ বদলাতে বাধ্য হয়েছে।

ঘন কুয়াশা, প্রচণ্ড ঠাণ্ডা এবং বরফ শীতল বাতাসে সবচেয়ে অসহায়ভাবে বেঁচে আছে দিল্লির গৃহহীন মানুষগুলো। দিল্লি রাজ্য সরকার এসব মানুষের জন্য কিছু রাত্রীযাপন আশ্রয়কেন্দ্র চালু করলেও তাতে সবার থাকার ব্যবস্থা করা যাচ্ছে না। আর যারা আশ্রয়কেন্দগুলোতে আছেন তাদের অবস্থাও শোচনীয়।

গত শনিবার সকালে তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে আবহাওয়া দফরত রাজধানী দিল্লির এই প্রচন্ড ঠাণ্ডার কথা বিবেচনায় শহরজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। তবে শনিবারই দিল্লির আরেকটি পর্যবেক্ষণ কেন্দ্র অবশ্য সেদিনের তাপমাত্রা ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছিল।

আবহাওয়া দফতরের দেয়া তথ্য অনুযায়ী আগামী আরও দুদিন উত্তর ভারতের আবহাওয়া এমনই থাকবে। চলতি মাসে দিল্লির গড় তাপমাত্রা ১৯ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াস। যদি এরকম চলতে থাকে তাহলে ১৯৯৭ সালের রেকর্ড ছাড়িয়ে যাবে। সেবার ডিসেম্বরে গড় তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, ১৯০১ সালের পর দ্বিতীয় সর্বনিম্ন।

এসএ/এমকেএইচ