ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আরও একটি তেলক্ষেত্রের সন্ধান পেয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯

ইরানের জাতীয় তেল কোম্পানি (এনওআইসি) চলতি ফারসি বছর শেষ হওয়ার আগেই দেশটির নতুন আরেকটি তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিতে যাচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নতুন তেলক্ষেত্রটির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে এনওআইসি। আগামী ২১ মার্চ চলতি ফারসি বছর শেষ হবে।

গত মাসেই খুজেস্তান প্রদেশে ‘নামাভারন’ নামের একটি বিশাল তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিল ইরানের তেল মন্ত্রী। আজ মঙ্গলবার এনওআইসির অন্যতম পরিচালক সালেহ হেন্দি বলেন, গবেষণা ও প্রতিবেদনের ওপর ভিত্তি করে খুজেস্তান প্রদেশে আরেকটি তেলক্ষেত্র পাওয়া গেছে যা নামাভারন তেলক্ষেত্রেরই সমান।

গতমাসে আবিস্কৃক নামাভারন তেলক্ষেত্রটিতে ৫ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে, যা ইরানের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র। তেলমন্ত্রী বিজান নামদার গতমাসে তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন। দেশটির বিশেষজ্ঞা দল আরও তেলক্ষেত্রের সন্ধানে গবেষণা করছেন বলে তখন জানিয়েছিলেন তিনি।

ইরানের সবচেয়ে বড় তেলক্ষেত্রটি দেশটির দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ প্রদেশে অবস্থিত। সেখানে ছয় হাজার ৫০০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে। গত ৪০ বছরে ইরানে ৭৩টি খনি আবিস্কৃত হয়েছে। যার মধ্যে ৩৬টি তেলক্ষেত্র ও ৩৭টি গ্যাসক্ষেত্র। তবে তার মধ্যে ২৬টিতে উভয় প্রকার জ্বালানি মজুদ রয়েছে।

এসএ/পিআর