ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ১১

প্রকাশিত: ০৪:১৬ এএম, ০২ অক্টোবর ২০১৫

যুক্তরাষ্ট্রের হারকুলেস সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। সি-১৩০ একটি সামরিক বিমানটি আফগানিস্তানে বৃহস্পতিবার মধ্যরাত (স্থানীয় সময়) বিধ্বস্ত হয়। মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে (স্থানীয় সময়) সি-১৩০ বিমানটি জালালাবাদ বিমানবন্দরে বিধ্বস্ত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কাজ করতেন। বাকিরা বেসামরিক ঠিকাদার।

বিমানটিতে প্রধানত সেনা ও ভারী মালামাল বহনে ব্যবহৃত হত। দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

আরএস/এমএস