ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরীয় শরণার্থীদের ফেরত পাঠানোর হুমকি ট্রাম্পের

প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০১ অক্টোবর ২০১৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে সিরীয় শরণার্থীদের দেশে ফেরত পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন রিপাবলিকান পার্টির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিপাবলিকানের হয়ে নির্বাচনের দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প নিউ হ্যাম্পশায়ারে এক র্যালিতে অংশ নিয়ে বলেন, যদি আমি প্রেসিডেন্ট নির্বাচিত হই তাহলে শরণার্থীদের ফিরে যেতে হবে।

এর আগে গত মাসে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রে আরো বেশি শরণার্থী আশ্রয় দেয়া উচিত বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

শরণার্থী ইস্যুতে বিভক্ত ইউরোপের দেশগুলোতে ২০১৫ সালে অন্তত পাঁচ লাখ শরণার্থী প্রবেশ করেছে। এছাড়া আগামী বছর সিরিয়ার ১০ হাজার শরণার্থীকে যুক্তরাষ্ট্র আশ্রয় দেয়া ঘোষণা দিয়েছে।

বুধবার রাতে ট্রাম্প বলেন, আমি শুনেছি যুক্তরাষ্ট্রে আরো দুই লাখ শরণার্থীদের আশ্রয় দেয়া হবে। কিন্তু এদের মধ্যে অনেকেই আইএসের সদস্য হতে পারে।

এসআইএস/পিআর