মিনায় পদদলন : ৪৬৪ ইরানির মৃত্যু
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ইরানের অন্তত ৪৬৪ জন হাজির মৃত্যু হয়েছে বলে দাবি করছে দেশটি। বর্তমানে দাবি করা সংখ্যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। খবর বিবিসির।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মিনা দুর্ঘটনার সাতদিন পরে তাদের হারিয়ে যাওয়া নাগরিকদের জীবিত থাকার আশা করছেন না তারা। খুঁজে পাওয়া মৃতদেহ ও নিখোঁজ সহ ইরানের ৪৬৪ জন হাজি ওই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মিনায় পদদলিত হয়ে ৭৬৯ জন হাজি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি সরকার। গত ২৫ বছরের মধ্যে মিনার এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯ শতাধিক হাজি। তবে নিহত হাজিদের সংখ্যা এক হাজারের বেশি বলে দাবি করেছে ইরান। একইসঙ্গে দেশটির হজ ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগও আনে ইরান। এজন্য সৌদি সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি।
হজ নিয়ে ব্যাপক সমালোচনার পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের ইরানের বিরুদ্ধে বিষয়টি নিয়ে রাজনীতি করার অভিযোগ এনেছেন।
ইরানের হজ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সায়িদ ওহাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, ওই দুর্ঘটনায় নিহত হাজিদের লাশ যত দ্রুত সম্ভব দেশে ফেরত আনা হবে।
এসআইএস/পিআর