ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মুম্বাইয়ে ট্রেনে হামলা : ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৯:৪৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

ভারতের মুম্বাইয়ে ২০০৬ সালে ট্রেনে সিরিজ বোমা হামলা অভিযুক্ত পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া এ ঘটনায় আরো সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মুম্বাইয়ের একটি আদালত বুধবার এ রায় ঘোষণা করেছে। খবর এনডিটিভির।

রায়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করে ১২ আসামিকে ‘মার্চেন্ট অব ডেথ’ আখ্যায়িত করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড ও গণহত্যার দায়ে চলতি মাসের শুরুর দিকে আসামিদের দোষী সাব্যস্ত করা হয়।

২০০৬ সালের ১১ জুলাই মুম্বাইয়ে কয়েকটি লোকাল ট্রেনে মাত্র ১১ মিনিটের মধ্যে সাতটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ট্রেনের পশ্চিমাঞ্চলের লাইনে প্রেসার কুকারের ভেতর বোমাগুলো লুকিয়ে রাখা হয়েছিলো।

পরে ওইদিন সন্ধ্যা ৬ টা ২৪ মিনিট থেকে ৬ টা ৩৫ মিনিটের মধ্যে এসব বোমার বিস্ফোরণে ১৮৮ জন নিহত ও ৮০০ জন আহত হন।

এসআইএস/আরআইপি