ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদি আরবে হাসপাতালে ভর্তি ১১১৫ হাজি

প্রকাশিত: ০৬:৪৯ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৫

সৌদি আরবের মিনায় পদপিষ্ট ও পবিত্র মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় অাহত এক হাজারেরও বেশি হাজি মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের মুখপাত্র ফয়সাল আল জাহরানির বরাত দিয়ে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, পৃথক ওই দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত চার লাখের বেশি হাজি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এছাড়া বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থ্যতার কারণে অন্তত এক হাজার ১১৫ জন হাজি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফয়সাল আল জাহরানি বলেন, গত ১১ সেপ্টেম্বর মসজিদুল হারামের ক্রেন দুর্ঘটনায় আহত হাজিদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। একইসঙ্গে ২৪ সেপ্টেম্বর মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় ভয়াবহ পদদলনে আহত হাজিরাও হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে পদদলনে আহত অন্তত ৩৫২ হাজিকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পদদলনে আহত হাজিদের মধ্যে জেদ্দার কিং আব্দুল্লাহ মেডিকেল থেকে ১০ হাজি চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতালের নির্বাহী পরিচালক সায়িদ হামাদ আল ঘামাদি জানান, পদদলনে আহত ৪৬ জন হাজি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২৪ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মক্কার মিনায় প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত এক হাজার এক শ` জন হাজি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সৌদি সরকার। গত ২৫ বছরের মধ্যে মিনার এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরো আট শতাধিক হাজি। মিনায় পদদলিত হয়ে ২৬ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এর আগে গত ১১ সেপ্টম্বর মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় শতাধিক হাজি নিহত হয়েছেন।

এসআইএস/এমএস