সিরিয়া সংকট : বিপরীত অবস্থানে ওবামা পুতিন
সিরিয়া ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৈঠক করেছেন। তবে সোমবারের ওই বৈঠকে এ দুই নেতার মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ায় আসাদ সরকারের ভবিষ্যৎ ও সমস্যা সমাধান ইস্যুতে বক্তব্য দেন। কিন্তু তাদের এই বক্তব্য ছিলো মূলত পরস্পর বিরোধী।
ওবামা তার বক্তব্যে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে শিশু হত্যাকারী স্বৈরাচারী শাসক বলে মন্তব্য করেন। তিনি বলেন, সিরিয়া সংকট সমাধানে রাশিয়া, ইরানসহ যেকোনো দেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। তবে দীর্ঘদিন ধরে চলমান এ সংকট নিরসন করতে চাইলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।
পরে পুতিন তার বক্তব্যে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসাদকে সবার সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেন। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যদেরকে আইএসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পরে পুতিন আসাদ সরকারের সমর্থনে দেশটিতে বিমান হামলা চালানোর সম্ভাবনাকে নাকচ করে দেননি।
এদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এ দুই প্রেসিডেন্ট তাদের বক্তব্য দেয়ার পর জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এসময় তারা করমর্দন করলেও দুই প্রেসিডেন্টের মাঝে দূরত্ব লক্ষ্য করা গেছে।
এসআইএস/আরআইপি