ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য বাংলাদেশে সর্বোচ্চ সতর্কতা

প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশে বসবাসরত অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন জঙ্গী গোষ্ঠী অস্ট্রেলিয়ার নাগরিকদের ওপর হামলা চালাতে পারে এমন আশঙ্কার পর এ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার দেশটির পররাষ্ট্র এবং বাণিজ্য দফতরের (ডিএফএটি) ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

ডিএফএটি`র ওয়েবসাইটে বাংলাদেশে বসবাসরত অস্ট্রেলিয়ান নাগরিকদেরকে নিরাপদে থাকার জন্য সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশে অস্ট্রেলিয়ান নাগরিকদের ওপর জঙ্গি হামলা হতে পারে। একটি নির্ভরযোগ্য সূত্র হামলা পরিকল্পনার তথ্য জানতে পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
 
এছাড়া অস্ট্রেলিয়ান কর্মকর্তাদেরকে যেকোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

ওয়েবসাইটে আরো বলা হয়েছে, বাংলাদেশে প্রায়ই রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। বিভিন্ন রাজনৈতিক দল ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দলের নেতাকর্মীরা হরতাল, অবরোধের মাধ্যমে সহিংসতা চালায়। এছাড়া বাংলাদেশে চলতি বছরের জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন পর্যটন এলাকায় অস্ট্রেলিয়ান নাগরিকদের চলাচলের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশনাও দেয়া হয়েছে।

এদিকে, আগামী সোমবার (২৮সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উইকেট রক্ষক স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় আসার কথা ছিলো। দেশটির খেলোয়াড়দের ওপর জঙ্গি গোষ্ঠী হামলা চালাতে পারে এমন সতর্কতার পর অস্ট্রেলিয়া টেস্ট দলের বাংলাদেশ সফর সাময়িক স্থগিতও করা হয়েছে।

এসআইএস/এমএস