ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাতিসংঘের সংস্কার চাইলেন মোদি

প্রকাশিত: ১০:১৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৫

জাতিসংঘের সংস্কার চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে যাতে এ সংস্থাটি বিশ্বের কয়েকটি দেশের হাতে কুক্ষিগত না হয় সেজন্য আরো বেশি সমানিধাকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক করারও দাবি জানান তিনি।

হিন্দিতে দেওয়া ১৮ মিনিটের ভাষণে মোদি বলেন, নিরাপত্তা পরিষদ-সহ পুরো সংস্থাটির সংস্কার জরুরি। বিশ্বের সব মানুষের কাছে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা বাড়ানোর জন্য এটা প্রয়োজন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা পরিষদের দরজাটা অন্য দেশগুলোর জন্য খুলে দিতে হবে। এদিকে নিরাপত্তা পরিষদে পূর্ণ সদস্য হওয়ার জন্য ভারত যে এবার জোরালো দাবি জানাবে তার ইঙ্গিত মিলেছিল আগেই। কারণ ভারতের দীর্ঘদিনের এ দাবিকে সাধারণ পরিষদের অধিবেশনে সমর্থন করতে সম্মত হয়েছে ‘জি-৪’ গোষ্ঠীর সদস্য দেশ জার্মানি, জাপান, ব্রাজিলও।

এসআইএস/এমএস