ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে অন্তত ৬০ জন আহত

প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৫

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত এলাকায় শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৬০ জনের বেশি লোক আহত ও ২০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা এ কথা জানান।

এই ঘটনায় আহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে তিনি সতর্ক করেছেন।

স্থানীয় সময় রাত ১টায় (গ্রিনিচ মান সময় ১৬০০) পাপুয়া অঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। পর্যটন নগরী সরংয়ের কাছেই এটি আঘাত হানে।

এই ঘটনায় ১৭ জন গুরুতর আহত হয়েছে। এছাড়াও ৪৫ জন সামান্য আঘাত পেয়েছে।

দুর্যোগ বিভাগের মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো জানান, এই ঘটনায় ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মৃতের খবর পাওয়া যায়নি।

একে