মিনায় হতাহতের ঘটনায় পোপ ফ্রান্সিসের শোক
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ৭ শতাধিক হাজির মৃত্যু ও আরো আট শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
নিউইয়র্কের সেন্ট প্যাট্রিকে সহানুভূতি প্রকাশ করতে গিয়ে পোপ ষোড়শ বেনেডিক্ট বলেন, মক্কায় দুর্ঘটনায় পড়া মানুষদের জন্য আমার আন্তরিক সহানুভূতি। তিনি বলেন, সবাইকে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি।
এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে যান পোপ ফ্রান্সিস। ম্যারিল্যান্ডের অ্যান্ড্রু বিমান বন্দরে পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী। পরে ওই বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
হোয়াইট হাউসে বুধবার সকালে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক বৈঠক করেন পোপ। এ সফরে ছয় দিন যুক্তরাষ্ট্রে থাকার কথার রয়েছে তার।
এসআইএস/পিআর