জম্মু-কাশ্মিরে পাকিস্তানের গুলিতে হতাহত ৬
জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আবারও পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে ভারত। জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাক সেনাবাহিনীর গুলিতে এক বেসামরিক নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, পাক সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে গুলি ছুড়েছে। মঙ্গলবার রাতে পাকিস্তানের তরফ থেকে বিনা উস্কানিতে গুলি ছোড়া হয়। পাকিস্তানের আগ্রাসনের জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীও পরে গুলি ছুড়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গোলাগুলিতে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি কাশ্মীরের দক্ষিণের কুলগাম জেলায় পাঁচ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনার পরেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের গুলিতে হতাহতের শিকার শ্রমিকরা সবাই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার। এদিকে, জম্মু-কাশ্মিরের ডিজিপি দিলবাগ সিং ইন্ডিয়া ট্যুডেকে বলেন, ওই সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানই দায়ী।
গত ৫ আগস্ট ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নেয়। এরপর থেকেই প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভারতের নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এই উত্তেজনা সীমান্তেও ছড়িয়ে পড়েছে।
সাম্প্রতিক সময়ে একে অন্যের বিরুদ্ধে বার বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। দু'পক্ষের গোলাগুলিতে দু'দেশের সেনা সদস্যরা ছাড়াও বহু বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে।
টিটিএন/পিআর