ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গ্রিসে নতুন সরকারের শপথ

প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫

গ্রিসে বামপন্থী সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাসের নতুন সরকার শপথ নিয়েছে। বুধবার শপথের পর মন্ত্রিসভার নতুন সদস্যরা দেশের দুর্বল অর্থনীতিকে পুনরায় শক্তিশালী করার কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।

সিপ্রাসের নতুন এই মন্ত্রিসভাকে ইউরোপের চলমান অভিবাসী সংকট মোকাবেলা করতে হবে। এর আগে সোমবার অ্যালেক্সিস সিপ্রাস টানা দ্বিতীয়বারের মতো গ্রিসের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

গত রোববার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভ করে সিপ্রাসের সিরিজা পার্টি। মধ্যবর্তী নির্বাচনে সিরিজা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটির ডানপন্থী ইনডিপেনডেন্ট গ্রিকস পার্টির সঙ্গে জোট করতে হয়েছে।

tsipras

এর আগে চলতি বছরের মাঝের দিকে চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়ে গ্রিস। পরিস্থিতি সামাল দিতে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেন সিপ্রাস।

গ্রিসের নতুন সরকার শর্ত পূরণ সাপেক্ষে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে ৯ হাজার ৭০০ কোটি ডলার ঋণ পাওয়ার কথা রয়েছে। অক্টোবরে ঋণদাতারা আবারো গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচি পর্যালোচনা করবে। সিরিজা পার্টির অনেক সংসদ সদস্যই ঋণদাতাদের শর্তের বিরোধিতা করেছেন।

এদিকে শপথের পর শরণার্থী সংকট নিরসনে গ্রিসের পাশে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে আরো নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন সিপ্রাস।

এসআইএস/পিআর