ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনের বিশ্ববিদ্যালয়ে চালু হলো ডেটিং কোর্স

প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে এবার চালু হলো ডেটিং এবং ফ্রেন্ডশিপ মেকিং কোর্স। কী করে বন্ধুত্ব করতে হবে? কীভাবে ডেটিং করবেন? এসব পড়ানো হবে এ বিশ্ববিদ্যালয়ে। খবর চায়না ডেইলির

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নয়, কোর্সটি চালু করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি সংগঠন। ক্লাস করতে হবে ৩২ ঘণ্টা। মোট ক্রেডিট দুই। ক্লাসে পড়ানো হবে থিওরি। সঙ্গে থাকছে প্র্যাকটিক্যাল ট্রেনিং।

মেলামেশার জন্য দরকারি সহবতও শেখানো হবে ক্লাসে। এই কোর্সটিতে লিখিত ও প্র্যাক্টিকাল দুই রকমেরই ক্লাস হবে। শেখানো হবে সামাজিক সভ্যতা ও ভদ্রতা।

খবরে বলা হয়, এই কোর্সে যারা ভর্তি হবেন, তারা যদি ঠিকমত ট্রেনিং নিয়ে বন্ধু কিংবা বান্ধবী জোগাড় করতে পারেন, এবং সুসম্পর্ক গড়ে তুলতে পারেন, তাহলে তাদের দেয়া হবে ফুল মার্কস।

বিএ