ট্রাম্পকে অভিশংসনে হোয়াইট হাউসের কাছে নথি চাইলো কংগ্রেস
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শুরু হওয়া অভিশংসন প্রক্রিয়ার জন্য হোয়াইট হাউসের কাছ থেকে প্রয়োজনীয় নথি চেয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মূলত গত ২৫ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে যে ফোনালাপ করেছেন তারই নথিপত্র চাচ্ছে কংগ্রেস। ওই ফোনালাপে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে তার ব্যক্তিগত স্বার্থে বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থী বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে বলেন।
সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী। তাকে ফাঁদে ফেলতেই এমন ফন্দি আঁটেন তিনি। তবে এই ফোনালাপের তথ্য ফাঁস হওয়ার পরপরই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিশংসন প্রক্রিয়া শুরু করে কংগ্রেস।
সম্প্রতি এক গোয়েন্দা কর্মকর্তা (হুইসেলব্লোয়ার) ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের তথ্য ফাঁস করেন। গত ২৫ জুলাইয়ের ওই ফোনালাপে ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক সুবিধা চেয়েছিলেন বলে অভিযোগ তার।
তবে ট্রাম্প তার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ অস্বীকার করে বিরোধীদলের প্রতি কটাক্ষ করেছেন। তবে ট্রাম্পের বিরুদ্ধে চাপ বৃদ্ধির জন্য নিম্নকক্ষ প্রতিনিধ পরিষদ কংগ্রেসের তিনটি হাউস কমিটি তাকে ওই ফোনালাপের সমস্ত নথি সরবরাহের জন্য ১৮ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে।
হোয়াইট হাউসের উদ্দেশে লেখা চিঠিতে ডেমোক্র্যাটদলীয় আইনপ্রণেতারা বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তার পদে থেকে আমাদের এবং পুরো জাতির জন্য যা বয়ে নিয়ে এসেছেন তার জন্য আমরা গভীরভাবে আফসোস করছি। তাই যথাযথ পদক্ষেপ নিতে নথি চাওয়া ছাড়া আমাদের কাছে অন্য উপায় নেই।’
এসএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা