১৩ তলা থেকে নারীর ঝাঁপ, পড়লেন বৃদ্ধের ঘাড়ে, অতঃপর...
ভারতের গুজরাট রাজ্যের সাবেক রাজধানী আমেদাবাদ। এ শহরের আমরাইওয়ারি অঞ্চলে ৩০ বছর বয়সী এক নারী ঝাঁপ দিলেন বহুতলের ১৩ তলা থেকে। কিন্তু তিনি পথচারী এক বৃদ্ধের ওপর পড়ে যান। এতে তার ও ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ। এমনই দুর্ভাগ্য তার, ঠিক ওইসময় তিনি ওই বহুতলের নিচ দিয়ে যাচ্ছিলেন। সে সময়ই ঝাঁপ দিয়েছিলেন ওই নারী। সোজা গিয়ে পড়েন ওই বৃদ্ধের ঘাড়ে। ঘটনায় মৃত্যু হয় দু’জনেরই।
নিহত ওই নারীর নাম মমতা রথি। ওই বহুতলেরই থাকতেন তিনি। নিহত বৃদ্ধের নাম বালুভাই গামিত, সাবেক স্কুল শিক্ষক। তিনিও ওই এলাকায় থাকতেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন ওই নারী। যদিও কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তার ঘর থেকে।
জেডএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা