ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মিয়ানমারে নতুন বিবাহ আইনের অনুমোদন

প্রকাশিত: ১০:৫৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন দেশটিতে বিয়ে সংক্রান্ত একটি নতুন আইনে স্বাক্ষর করেছেন। আইনটিতে বৌদ্ধ মেয়েদের অন্য ধর্মাবলম্বীদের বিয়ের ক্ষেত্রে পূর্ব অনুমোদনের শর্ত রয়েছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত জুলাই মাসে দেশটির পার্লামেন্টে বিলটি পাসের পর সেইন এটিতে স্বাক্ষর করলেন। ফলে বিলটি নতুন বিবাহ আইনে পরিণত হলো।

এর আগে দেশটিতে বিলটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। নতুন এ আইনের ফলে ধর্মীয় সংখ্যালঘুরা বৈষম্যের শিকার হবেন বলে সমালোচকরা মন্তব্য করেন। তারা বলছেন, এই আইন দেশটিতে মুসলিম বিরোধী চিন্তা চেতনাকে আরো উসকে দিতে পারে।

এসআইএস/পিআর