ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানের জন্য যতটুকু পারি করবো : জাতিসংঘে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯

কাশ্মীর ইস্যু নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে মারাত্মক প্রতিকূলতা চলছে, আমি যতটুকু পারি প্রতিবেশী এই দুই দেশের বিরোধ মেটাতে সাধ্যমতো চেষ্টা করবো। গতকাল বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষধের ৭৪ তম অধিবেশন চলছে। সেখানে গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ট্রাম্প জাতিসংঘ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান ও ভারতের প্রতি সম্মান রেখেই আমরা কাশ্মীর নিয়ে আলোচনা করেছি। আমি যেভাবে সাহায্য করতে পারি, আমি তার করার প্রস্তাব দিয়েছি। সেটা মিমাংসা, মধ্যস্থতা কিংবা যেকোনো কিছুই হতে পারে।

তিনি আরও বলেন, ‘আপনারা ওই দুই দেশের দুই প্রধানদেরকে দেখেন, তারা দুজনই আমার ভালো বন্ধু। আমি বলেছি, অন্যরা অনেক করেছে। তারা উভয় দেশই পারমাণবিক অস্ত্রই, এবার তাদেরকেই এটা করতে হবে।’

প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে বেশ কয়েকবার কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিলেন। গতকাল তার এমন প্রস্তাবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার ফের বলেছেন, এটা অভ্যন্তরীণ বিষয় কারো মধ্যস্থতার প্রশ্নই ওঠে না।

জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট কাশ্মীর ইস্যু নিয়ে গণমাধ্যমের সামনে তার এমন অবস্থানের কথা জানান। এর আগে টেক্সাসে এক অনুষ্ঠানে মোদির সঙ্গে একই মঞ্চে দেখা যায় তাকে।

এসএ/পিআর

আরও পড়ুন