ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯

ভারতের বিমান বাহিনীর যুদ্ধবিমান মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়েছে। মধ্যপ্রদেশের গোয়ালিওর শহরের কাছে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে। সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ওই বিমানে থাকা দু'জন পাইলটই নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন।

এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিগ-২১ বিমানটি ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিল। ওই বিমানে দু'জন পাইলট ছিলেন। তারা দু'জনেই অল্পের জন্য বেঁচে গেছেন।

ওই বিমানটি গোয়ালিওর শহরের বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল। পরে এটি রানওয়ের কাছে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিধ্বস্ত হয়।

২০১৯ সালের জুনে এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী শ্রীপদ নায়েক জানিয়েছেন, ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় ২৭টি বিমান হারিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এর মধ্যে ১৫টি ফাইটার জেট এবং অন্যগুলো হেলিকপ্টার।

টিটিএন/পিআর