ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

১ লাখ টাকায় মেয়েকে বিক্রি করলেন মা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯

দিল্লিতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছে তার মা। গত সপ্তাহে বিক্রি করে দেয়া ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লির মহিলা কমিশন।

উদ্ধার হওয়া ওই কিশোরী জানিয়েছেন, তার মা গত মাসে তার এক মাস বয়সী ভাইকেও বিক্রি করে দেন। গত সপ্তাহে ওই কিশোরীর মা বদরপুরে তার বোনের বাড়িতে যাওয়ার কথা বলে তাকে নিজামুদ্দিন এলাকার একটি হোটেলে নিয়ে যায়। তখন কিশোরীর মা তাকে বলেন যে, তার অন্য এক জায়গায় যেতে হবে। একজন লোক এসেছে কিশোরীকে বাড়িতে নিয়ে যাবে।

ওই কিশোরীর মা চলে যাওয়ার পর এক লোক এসে তাকে নিয়ে যায়। কিন্তু মেয়েটিকে তার বাড়িতে দিয়ে আসার বদলে লোকটি তাকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে চলে যান। সে সময় আরও কয়েকজন মেয়ে এসে ওই কিশোরীকে বিয়ের কাপড় পরে বিয়ের জন্য প্রস্তুত হতে বলে।

ওই মেয়েরা জানায় যে, ওই কিশোরীর মা তাকে এক লাখ টাকায় বিক্রি করে দিয়ে গেছেন। এসব কথা শোনার পর কোনভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ওই কিশোরী।

সেখান থেকে পালিয়ে বাওয়ানায় নিজেদের এলাকায় ফিরে এসেই প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে থাকে মেয়েটি। তারাই পরে মহিলা কমিশনে খবর দেয়। পরে মহিলা কমিশন তাকে থানায় নিয়ে যায়।

ওই কিশোরী জানিয়েছে, মা, সৎ বাবা এবং আরও চার ভাই-বোনের সঙ্গে থাকত সে। তার মায়ের অনেক ঋন ছিল। ঋনের টাকা পরিশোধ করতেই তিনি তার মেয়েকে বিক্রি করে দিয়েছিলেন। এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

টিটিএন/এমকেএইচ