ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মার্কিন সেনাবাহিনীতে প্রথম সমকামী নিয়োগ

প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির সেনাবাহিনীর সেক্রেটারি পদে একজন সমকামীকে মনোনয়ন দিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর ইতিহাসে এই প্রথম কোনো সমকামীকে সেক্রেটারি পদের জন্য মনোনয়ন দেয়া হলো।

সমকামীদের অধিকার ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এরিক ফ্যানিং নামের ওই সমকামী এর আগে দীর্ঘদিন কাজ করেছেন। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সমকামীদের নিয়োগে `গে অ্যান্ড লেসবিয়ান ভিক্টরি ফান্ডে`ও কাজ করেছেন তিনি।

গত ২৫ বছর ধরে কংগ্রেস এবং পেন্টাগনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন ফ্যানিং। এছাড়া মার্কিন নিরাপত্তা সচিব অ্যাশ কার্টারের বিশেষ সচিব এবং চিফ অব স্টাফ হিসেবেও কাজ করেন তিনি।

শুক্রবার এক বিবৃতিতে ওবামা বলেন, বহুদিনের অভিজ্ঞতা ও ব্যতিক্রমী নেতৃত্ব দিয়ে আসছেন  এরিক। যা তার নতুন এ দায়িত্বে ভূমিকা পালন করবে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

এসআইএস/এমএস