সহকর্মীকে বাঁচাতে গিয়ে শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত
সহকর্মীকে বাঁচাতে গিয়ে কঙ্গোতে ভারতের এক শান্তিরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছেন। জাতিসংঘ মিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, কঙ্গোর কিভু লেকে এক সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ভারতীয় শান্তিরক্ষী লে. কর্নেল গৌরব সোলানকি।
কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বিভিন্ন দেশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। লে. কর্নেল গৌরব সোলানকির এই আত্মত্যাগের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উপ-বিশেষ প্রতিনিধি ফ্যানসয়েস গ্রিগনন এবং শান্তিরক্ষী বাহিনীর ফোর্স কমান্ডার লে. জেনারেল ইলিয়াস রোদ্রিগ মার্টিন ফিলহো।
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের তরফ থেকে নিহত ওই সদস্যের পরিবারের প্রতি শোক প্রকাশ করা হয়েছে। শান্তিরক্ষী মিশনে ভারতের প্রায় দুই হাজার ৬১৩ জন সদস্য রয়েছে।
টিটিএন/এমএস