৯/১১ স্মরণের মধ্যেই আফগানিস্তানে মার্কিন দূতাবাসে হামলা
২০০১ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের টুইট টাওয়ারে হামলার ঘটনা ঘটেছিল। সারা বিশ্ব যখন ওই ভয়াবহ দিনটিকে স্মরণ করছে ঠিক সে সময়ই আফগানিস্তানের মার্কিন দূতাবাসে একটি রকেট হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে কেন্দ্রীয় কাবুলে ধোঁয়া উড়তে দেখা গেছে। সে সময় সাইরেন বাজিয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। মার্কিন দূতাবাসের কর্মকর্তারা একটি বার্তা শুনতে পান। সেখানে বলা হয়, একটি বিস্ফোরণ ঘটেছে। দূতাবাস ভবনে রকেট হামলা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওই হামলার এক ঘণ্টা পর দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, সবকিছু স্বাভাবিক রয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আফগান কর্মকর্তাদের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু, কাছাকাছি থাকা ন্যাটো মিশনের তরফ থেকে জানানো হয়েছে, কোনো কর্মকর্তা আঘাত পাননি।
সাম্প্রতিক সময়ে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানের দীর্ঘদিনের সংঘাত বন্ধে এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ট্রাম্প আলোচনা বাতিলের ঘোষণা দেয়ার পর রাজধানী কাবুলে এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা।
টিটিএন/এমকেএইচ