ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তাইওয়ানে নৌ দুর্ঘটনায় নিখোঁজ ৯

প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

তাইওয়ান উপকূলের উত্তরে শুক্রবার সকালে একটি বড় জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে তাইওয়ানের একটি মাছ ধরার নৌযান ডুবে গেছে। এতে নৌযানের আরোহীদের নয়জনের সকলেই নিখোঁজ হয়েছে।

নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাতে কোস্টগার্ডের ছয়টি জাহাজ ও ডুবুরিদের একটি উদ্ধারকারী দলকে সেখানে পাঠানো হয়েছে। উদ্ধারকারী দলটিতে তাইওয়ানের এক স্কিপার, চারটি চীনা জাহাজ ও চারটি ইন্দোনেশিয়ার নৌযান রয়েছে।

কোস্টগার্ডের কর্মকর্তা তেং শু-ফেং সাংবদিকদের বলেন, ‘ঘটনাস্থলের চারপাশ মাছ ধরার জালে পরিপূর্ণ। এর ফলে তল্লাশি চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।’

কর্তৃপক্ষ জানায়, শিশ হুই ৩১ নামের মাছ ধরার নৌযানটি চুউইতে মাছ ধরার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
চুউই তাওউয়ান নগরীর কাছের একটি মাছ ধরার বন্দর।

শুক্রবার ভোরে ৮ হাজার টন ওজনের জাহাজটির সঙ্গে মাছ ধরার নৌকাটি ধাক্কা খায়। যদিও কর্মকর্তারা এখনো এই ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

একে/পিআর