বাসের জানালা দিয়ে বমি করতে গিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল তরুণীর মাথা
চলন্ত বাসের জানালা থেকে মাথা বের করে বমি করছিলেন এক নারীযাত্রী। তাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির ধাক্কা লেগে মৃত্যু হলো তার।
ওই তরুণীর নাম ভানু মণ্ডল। রোববার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদপ্রতিদিন এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ভানু মণ্ডলের বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকায়। লালবাগ হাসপাতাল চত্বরে ফলের দোকান ছিল তার। রোববার সকালে ওই তরুণী জিয়াগঞ্জ থেকে বহরমপুরগামী একটি বেসরকারি বাসে ওঠেন। বাসের ওঠার পর থেকেই অসুস্থবোধ করছিলেন তিনি। এরপর বাসটি লালবাগ যাওয়ার পথে নাকুরতলা এলাকায় বাসের জানালা থেকে মুখ বের করে বমি করতে যান তিনি। সেই সময়ই রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে তার মাথায় ধাক্কা লাগে। মুহূর্তে দুভাগ হয়ে যায় তার মাথার খুলি। একাংশ ছিটকে পড়ে রাস্তায়। রক্তে ভেসে যায় বাস ও রাস্তা। পরে বাসের যাত্রীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৃষ্টির বাগড়া, কমতে পারে ভোটার উপস্থিতি
- ২ হাসিনার আমলে গুম ২০০ লোকের খোঁজ মেলেনি: তদন্ত কমিশন
- ৩ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
- ৪ যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য
- ৫ যুক্তরাষ্ট্রে সহিংসতার শঙ্কায় বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা