ভারতে প্রবৃদ্ধি ৬ বছরে সর্বনিম্ন, ২৭ ব্যাংক একীভূত হয়ে ১২টি
গত ৬ বছরের মধ্যে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি তলানিতে এসে ঠেকেছে। দেশটির সরকারের দেয়া পরিসংখ্যান সেই সংকটের কথাই তুলে ধরেছে। দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৫ শতাংশে নেমে দাঁড়িয়েছে।
ভারতে গত জানুয়ারি থেকে মার্চ প্রবৃদ্ধির হার ছিল ৫.৮ শতাংশ। সেটাও কমেছে আবার। অথচ ২০১৮ সালের ৩০ জুন দেশটির প্রবৃদ্ধির হার ছিল ৮ শতাংশ। ২০১৩ সালে সর্বশেষ তলানিতে ঠেকেছিল ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি। ওই বছরের মার্চে জিডিপি প্রবৃদ্ধির হার ৪.৩ শতাংশে গিয়ে ঠেকেছিল।
২০১৩ সালে দেশের অর্থনীতির এমন নাজুক অবস্থার কারণে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন মনমোহন সিংয়ের সরকারকে তীব্র আক্রমণ করেছিল বর্তমানে ক্ষমতায় থাকা বিজেপি। বিজেপির মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের শুরুতেই বৃদ্ধির হার ৫ শতাংশে নামায় একে ‘অর্থনীতির জরুরি অবস্থা’ বলে শোর তুলেছে কংগ্রেস।
অর্থনীতির এই নাজুক অবস্থা মোকাবিলায় গতকাল শুক্রবার ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা দিয়েছেন দেশের ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক একীভূত হয়ে ১২টি ব্যাংকে পরিণত হচ্ছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে আর্থিক জালিয়াতির বিষয়টি উঠে আসার পরদিন এমন ঘোষণা আসে।
দেশের গাড়ি শিল্প ও বিস্কুট শিল্পতে মন্দা এবং সেক্টর জুড়ে লাখ লাখ মানুষের কাজ হারানোর ঘটনাকেই ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারকে প্রভাবিত করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদেরা মনে করছেন, ঝিমুনি কাটিয়ে ভারতের অর্থনীতি চাঙা হতে যথেষ্ট সময় লাগবে।
বিজেপি একে অর্থনীতির ওঠানামা বললেও বোঝাতে চাইলেও ইন্ডিয়া রেটিংসের প্রধান অর্থনীতিবিদ দেবেন্দ্র পন্থের মতে, শুধু ওঠানামা নয়, এর পিছনে কাঠামোগত সমস্যাও রয়েছে। তিনি বলেন, ‘গৃহস্থের সঞ্চয়ের পরিমাণ কমে যাচ্ছে। ফলে কাঠামোগত সমস্যা তৈরি হচ্ছে।’
ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে অর্থমন্ত্রী সীতারমণ বলেন, ভারতের অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে ও একটি ‘শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা’ গড়ে তুলতেই নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি প্রতিটি ব্যাংককে ঝূঁকি ব্যবস্থাপক নিয়োগের নির্দেশ দিয়েছেন।
সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কে ভি সুব্রামনিয়ন বলেন, ‘অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিস্থিতির কারণে প্রবৃদ্ধির গতি শ্লথ হয়েছে। তবে অর্থনীতি চাঙা করতে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই সে গতি ফিরবে।’
গত বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ২০১৮-১৯ অর্থবছরে দেশটির ব্যাংক খাতে জালিয়াতি বেড়েছে প্রায় ৭৪ শতাংশ। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ব্যাংকগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সামগ্রিক কার্যক্রমের মূল্যায়ন করার জন্য একটি বিশেষ কমিটির কথা জানিয়েছেন।
এসএ/জেআইএম