ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাশিয়ায় ভিনগ্রহের যান উদ্ধারের দাবি (ভিডিও)

প্রকাশিত: ০৯:২৪ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

রাশিয়ায় একটি গভীর গর্ত থেকে ভিনগ্রহের যান উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে দেশটির গবেষকরা। এমন এক ধরনের পাথরখণ্ড উদ্ধার করা হয়েছে, যা দেখে গবেষকদের অনেকেই বলছেন, এটি একটি বিশালাকার ভিনগ্রহের যান (ইউএফও)।

গর্ত থেকে বড় ক্রেনের মাধ্যমে তোলা হয় ওই পাথরখণ্ডটি। পাথরখণ্ডটিকে পরীক্ষার জন্য গবেষণাগারে নিয়ে যাওয়া হয়েছে। পাথরখণ্ডটি অন্তত হাজার বছরের পুরনো বলে  দাবি করেছেন গবেষকরা। পরীক্ষার আগেই অবশ্য ইটি-বিশ্বাসীরা বলেছেন, নিশ্চিত ওটা উইএফও-ই।

এ ঘটনা বিশ্বাস-অবিশ্বাসের মাঝে দাঁড়িয়ে থাকা বিশ্বে একেবারে তোলপাড় সৃষ্টি করেছে। ভিনগ্রহের মানুষ আছে, তারা আবার তাদের যানে চেপে এ দুনিয়ায় আসেন। কল্পবিজ্ঞান, হলি-বলি সিনেমা ছাড়িয়ে মানুষ বিশ্বাস করতে ভালবাসে ইটি কিংবা জাদুরা তাদের দুনিয়ায় আসেন। এই বিশ্বাসকে ভর করে ভিনগ্রহের মানুষ। তাদের যান খুঁজতে বহু মানুষ গোটা বিশ্ব তন্নতন্ন করে ঘোরেন।



এসআইএস/এমএস