ভারতে মার্কিন নারীকে গণধর্ষণ
ভারতে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। ভিনদেশি নারীরাও শিকার হচ্ছেন বিকৃত লালসার। এবার প্রথমবারের মতো দেশটিতে বেড়াতে এসেই গণধর্ষণের শিকার হয়েছেন এক মার্কিন নারী। দেশটির হিমাচল প্রদেশের ধর্মশালায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে থানায় মামলা করেছেন ধর্ষিতা। লিখিত বক্তব্যে ৪৬ বছর বয়সী ওই নারী বলেন, ‘১৪ সেপ্টেম্বর আমি ধর্মশালার একটি মার্কেটে কেনাকাটা করতে যাই। এ সময় পেছন থেকে দু’জন লোক আমার ওপর আকস্মিক হামলে পড়ে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে তারা আমাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে।’
ভারতীয় দণ্ডবিধির আইপিসি সেকশন ৩৭৮ ধারা অনুযায়ী মামলাটি দায়ের হয়েছে। ডিএসপি রেণু শর্মার নেতৃত্বে মামলাটির তদন্ত চলছে। এ বিষয়ে ডিএসপি রেণু শর্মা জানান, অজ্ঞাতনামাদের আসামি করে এ বিষয়ে ধর্ষণ মামলা গ্রহণ করেছে থানা। ওই নারীর মেডিকেল পরীক্ষার করা হয়েছে। এখন দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
জানা গেছে, ওই মার্কিন নারী প্রথমবারের মতো ভারত সফর করছেন। কুল্লু এবং মানালি ঘুরে তিনি ধর্মশালায় যান। এক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়া থেকে ভারতে আসেন তিনি।
এসএইচএস/এমএস