ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর আগে বাঁচান : ইমরানকে বিলওয়াল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ২৮ আগস্ট ২০১৯

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে ভারত-পাকিস্তানের উত্তেজনা এখন তুঙ্গে। ইমরান খান কাশ্মীর ইস্যুতে নানাবিধ পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যেই বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলওয়াল ভূট্টো ইমরানকে পাকিস্তান নিয়ন্ত্রিত ‘আজাদ কাশ্মীর’ নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন।

কাশ্মীর নিয়ে নয়াদিল্লির পদক্ষেপের পর থেকেই তার বিরোধিতা করছে পাকিস্তান। তারা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন এবং বাণিজ্যও স্থগিত করেছে। নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক অঙ্গনে কাশ্মীর ইস্যুকে তুলেছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে যাবে বলেও ঘোষণা দিয়েছে।

গতকাল ইমরান খানের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ভারতের বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশপথ আর ব্যবহার করতে দেবে না তারা। এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানও ‘প্রয়োজনে’ পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। ঠিক সেই মুহূর্তে এমন মন্তব্য করলেন বিলওয়াল ভূট্টো।

বিলওয়াল ভুট্টো কাশ্মীর নীতি নিয়ে ইমরান খানের প্রশাসনকে সতর্ক করে বলেছেন, ‘কাশ্মীর নিয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইমরানের সরকার। মোদি যখন কাশ্মীর দখল করতে ব্যস্ত তখন সরকার ঘুমাচ্ছিল। তখন ইমরানের সরকার দেশের অর্থনীতি ধ্বংস করা ও বিরোধীদের কোণঠাসা করতে ব্যস্ত ছিল।’

পাকিস্তানের কাশ্মীর নীতি থেকে বর্তমান সরকার সরে এসেছে মন্তব্য করে তিনি আরও বলেছেন, ‘প্রথমে পাকিস্তানের নীতি ছিল কী করে শ্রীনগর হাতে পাওয়া যায়। কিন্তু এখন ইমরানের সরকারের অদক্ষতা ও লোভের জন্য বর্তমান পাকিস্তানের বিদেশনীতি গিয়ে ঠেকেছে কীভাবে মুজফফরাবাদ বাঁচানো যায়।’

রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারে থাকা বাবা আসিফ আলি জারদারির সঙ্গে দেখা করতে গিয়ে বিলাওয়াল ভুট্টো জারদারি এসব মন্তব্য করেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর উচিত শ্রীনগরের কথা ভুলে গিয়ে আগে মুজফফরাবাদে (পাকিস্তানি কাশ্মীরের রাজধানী) মনঃসংযোগ করা।’

এসএ/এমএস

আরও পড়ুন