ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লিবীয় উপকূলে ৪০ শরণার্থীর মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৮ আগস্ট ২০১৯

লিবিয়ার উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকাডুবে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনএইচসিআরের মুখপাত্র শার্লি ইয়াক্সলে জানিয়েছেন, নৌকাডুবির পর ৬০ জনকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, স্থানীয় জেলে এবং লিবিয়ার উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা মঙ্গলবার সকাল থেকেই উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। নিহতদের তিনজন মরক্কোর, একজন সুদানের এবং একজন সোমালিয়ার নাগরিক বলে জানা গেছে।

অপরদিকে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার শরণার্থীদের মধ্যে বেশির ভাগই সুদানের নাগরিক। অন্যরা মিসর, মরোক্কো এবং তিউনিশিয়ার নাগরিক বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

প্রতি বছর লিবীয় উপকূল দিয়ে ইউরোপে পাড়ি দেয়ার চেষ্টা করে বহু শরণার্থী প্রাণ হারাচ্ছে। এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রতি ছয় বা সাতজনের মধ্যে একজনের প্রানহানি ঘটছে।

টিটিএন/জেআইএম

আরও পড়ুন